ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আমন ও বোরো চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ৪ কোটি টন

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ০৯:৫৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
  • 181

আমন ও বোরো চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ৪ কোটি টন

সারা দেশে এখন আমন ধান কাটা হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুসারে, ইতোমধ্যে প্রায় ৮২ শতাংশ ধান কাটা শেষ হয়েছে। চলমান ২০২৩-২৪ অর্থবছরে ৫৮ লাখ ৭৪ হাজার হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ কোটি ৭০ লাখ মেট্রিক টন।

এর আগে ২০২২-২৩ অর্থবছরে আমন মৌসুমে প্রায় ১ কোটি ৫৫ লাখ টন এবং ২০২১-২২ অর্থবছরে ১ কোটি ৫০ লাখ টন চাল উৎপাদিত হয়েছিল। অন্যদিকে, আসন্ন বোরো মৌসুমে ৫০ লাখ ৪০ হাজার হেক্টর জমিতে ধান চাষ ও ২ কোটি ২২ লাখ টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সুনির্দিষ্ট কর্মসূচি নিয়ে কাজ করছে কৃষি মন্ত্রণালয়। প্রায় সাড়ে ২৯ লাখ কৃষকের মাঝে ১৯৮ কোটি টাকার সার, বীজসহ বিভিন্ন উপকরণ বিনামূল্যে বিতরণ কার্যক্রম মাঠ পর্যায়ে চলমান আছে।

উল্লেখ্য, অভ্যন্তরীণ উৎপাদন ভালো হওয়ায় ২০২৩ সালের ১ জুলাই থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত কোনো চাল আমদানি করার প্রয়োজন হয়নি বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

 

জনপ্রিয় সংবাদ

আমন ও বোরো চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ৪ কোটি টন

আপডেট সময় ০৯:৫৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩

সারা দেশে এখন আমন ধান কাটা হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুসারে, ইতোমধ্যে প্রায় ৮২ শতাংশ ধান কাটা শেষ হয়েছে। চলমান ২০২৩-২৪ অর্থবছরে ৫৮ লাখ ৭৪ হাজার হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ কোটি ৭০ লাখ মেট্রিক টন।

এর আগে ২০২২-২৩ অর্থবছরে আমন মৌসুমে প্রায় ১ কোটি ৫৫ লাখ টন এবং ২০২১-২২ অর্থবছরে ১ কোটি ৫০ লাখ টন চাল উৎপাদিত হয়েছিল। অন্যদিকে, আসন্ন বোরো মৌসুমে ৫০ লাখ ৪০ হাজার হেক্টর জমিতে ধান চাষ ও ২ কোটি ২২ লাখ টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সুনির্দিষ্ট কর্মসূচি নিয়ে কাজ করছে কৃষি মন্ত্রণালয়। প্রায় সাড়ে ২৯ লাখ কৃষকের মাঝে ১৯৮ কোটি টাকার সার, বীজসহ বিভিন্ন উপকরণ বিনামূল্যে বিতরণ কার্যক্রম মাঠ পর্যায়ে চলমান আছে।

উল্লেখ্য, অভ্যন্তরীণ উৎপাদন ভালো হওয়ায় ২০২৩ সালের ১ জুলাই থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত কোনো চাল আমদানি করার প্রয়োজন হয়নি বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।