ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চাকসুতে ভিপি-জিএসসহ ২৬ পদের ২৪টিতেই শিবিরের জয়,১টিতে ছাত্রদলের Logo জুলাই সনদে স্বাক্ষর শুক্রবার, ফেব্রুয়ারিতে নির্বাচন: প্রধান উপদেষ্টা Logo ‘পিআর পদ্ধতি সংযোজন ও গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া জরুরি’ Logo শিক্ষকের উপর পুলিশী হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo মুন্সীগঞ্জে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে জামায়াতের মানববন্ধন Logo চাকসু নির্বাচন: ভোট গ্রহণের পর কেন্দ্র পাহারায় ছাত্রীরা Logo সুন্দরগঞ্জে সরকারি হাসপাতালে অ্যানথ্রাক্স চিকিৎসায় অনীহা, বিপাকে রোগীরা Logo মুগ্ধতা ছড়িয়ে বিদায় নিলেন শাজাহানপুর উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান Logo পাকিস্তান-আফগানিস্তান ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত Logo জকসু নির্বাচন উপলক্ষ্যে নিরাপত্তা ও প্রস্তুতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধাকে জুতা দিয়ে পেটানোর অভিযোগ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৫৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
  • 326

পটুয়াখালীর মির্জাগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবীণ একজন বীর মুক্তিযোদ্ধাকে প্রকাশ্যে জুতাপেটা করার অভিযোগ পাওয়া গেছে এক কিশোরের (১৭) বিরুদ্ধে।

বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে মির্জাগঞ্জ উপজেলার দেউলী বাজারে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মুক্তিযোদ্ধা ছাদেম হাওলাদার এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযুক্ত ওই কিশোর মির্জাগঞ্জ উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। সে দেউলী সুবিদখালী ইউনিয়ন ছাত্রলীগের একজন কর্মী।

ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা ছাদেম হাওলাদার বলেন, একই গ্রামে তার বোনের বাড়ি। ওই কিশোর তার বোনের প্রতিবেশী। দুই দিন আগে পারিবারিক বিষয় নিয়ে ওই কিশোরের সঙ্গে তার বোনের ঝগড়া হয়। ওই ঘটনার জেরে গতকাল সন্ধ্যার দিকে দেউলী বাজারে তার সঙ্গেও ওই কিশোরের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সে উত্তেজিত হয়ে নিজের পায়ের জুতা খুলে তাকে ছয় থেকে সাতবার পেটায়। এ সময় ওই কিশোরের সঙ্গে সমবয়সী আরও চার থেকে পাঁচজন ছিল। এ সময় স্থানীয় লোকজন তাকে নিবৃত করে ছাদেম হাওলাদারকে উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শী ওই বাজারের একজন ব্যবসায়ী রফিকুল আলম বলেন, আমাদের চোখের সামনে বীর মুক্তিযোদ্ধা ছাদেম হাওলাদারকে কথা কাটাকাটির একপর্যায়ে ছেলেটি নিজের জুতা দিয়ে কয়েকটি আঘাত করেছে।

এ ব্যাপারে অভিযুক্ত কিশোরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। তার বাবার মুঠোফোনও বন্ধ পাওয়া যায়।

ওই কিশোর কোনো পদে না থাকলেও ছাত্রলীগের একজন কর্মী বলে জানিয়েছেন দেউলী সুবিদখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. আদনান হোসেন। তিনি বলেন, ঘটনাটি শুনেছি। এ বিষয়ে খোঁজ নিয়ে সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা ছাদেম হাওলাদার একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখছেন।

জনপ্রিয় সংবাদ

চাকসুতে ভিপি-জিএসসহ ২৬ পদের ২৪টিতেই শিবিরের জয়,১টিতে ছাত্রদলের

পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধাকে জুতা দিয়ে পেটানোর অভিযোগ

আপডেট সময় ১১:৫৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩

পটুয়াখালীর মির্জাগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবীণ একজন বীর মুক্তিযোদ্ধাকে প্রকাশ্যে জুতাপেটা করার অভিযোগ পাওয়া গেছে এক কিশোরের (১৭) বিরুদ্ধে।

বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে মির্জাগঞ্জ উপজেলার দেউলী বাজারে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মুক্তিযোদ্ধা ছাদেম হাওলাদার এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযুক্ত ওই কিশোর মির্জাগঞ্জ উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। সে দেউলী সুবিদখালী ইউনিয়ন ছাত্রলীগের একজন কর্মী।

ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা ছাদেম হাওলাদার বলেন, একই গ্রামে তার বোনের বাড়ি। ওই কিশোর তার বোনের প্রতিবেশী। দুই দিন আগে পারিবারিক বিষয় নিয়ে ওই কিশোরের সঙ্গে তার বোনের ঝগড়া হয়। ওই ঘটনার জেরে গতকাল সন্ধ্যার দিকে দেউলী বাজারে তার সঙ্গেও ওই কিশোরের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সে উত্তেজিত হয়ে নিজের পায়ের জুতা খুলে তাকে ছয় থেকে সাতবার পেটায়। এ সময় ওই কিশোরের সঙ্গে সমবয়সী আরও চার থেকে পাঁচজন ছিল। এ সময় স্থানীয় লোকজন তাকে নিবৃত করে ছাদেম হাওলাদারকে উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শী ওই বাজারের একজন ব্যবসায়ী রফিকুল আলম বলেন, আমাদের চোখের সামনে বীর মুক্তিযোদ্ধা ছাদেম হাওলাদারকে কথা কাটাকাটির একপর্যায়ে ছেলেটি নিজের জুতা দিয়ে কয়েকটি আঘাত করেছে।

এ ব্যাপারে অভিযুক্ত কিশোরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। তার বাবার মুঠোফোনও বন্ধ পাওয়া যায়।

ওই কিশোর কোনো পদে না থাকলেও ছাত্রলীগের একজন কর্মী বলে জানিয়েছেন দেউলী সুবিদখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. আদনান হোসেন। তিনি বলেন, ঘটনাটি শুনেছি। এ বিষয়ে খোঁজ নিয়ে সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা ছাদেম হাওলাদার একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখছেন।