ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo উত্তরা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস ২০২৫ পালিত Logo পাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo একুশে বইমেলায় আহমেদ বায়েজীদের ‘মহাকাশে দুঃস্বপ্ন’ Logo ১ মার্চ রোজা হলে ৩৩ বছর পর দেখা মিলবে ‘বিরল’ দিনের Logo এনবিআরের আইভাসে নতুন ১৭২৩ প্রতিষ্ঠানের নিবন্ধন Logo মাছ-মুরগি-চালের দাম কিছুটা কমেছে, কাটেনি সয়াবিন তেল সংকট Logo শহীদ মিনারে বিএনপি নেতার হামলার শিকার কালবেলার সাংবাদিক Logo নিষিদ্ধ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক হলেন ছাত্রদলের সভাপতি Logo নিষিদ্ধ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক হলেন ছাত্রদলের সভাপতি Logo ছাত্রদলের ইতিবাচক রাজনীতিকে বিতর্কিত করার হীনচেষ্টা চলছে-রাকিব

পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধাকে জুতা দিয়ে পেটানোর অভিযোগ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৫৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
  • 236

পটুয়াখালীর মির্জাগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবীণ একজন বীর মুক্তিযোদ্ধাকে প্রকাশ্যে জুতাপেটা করার অভিযোগ পাওয়া গেছে এক কিশোরের (১৭) বিরুদ্ধে।

বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে মির্জাগঞ্জ উপজেলার দেউলী বাজারে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মুক্তিযোদ্ধা ছাদেম হাওলাদার এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযুক্ত ওই কিশোর মির্জাগঞ্জ উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। সে দেউলী সুবিদখালী ইউনিয়ন ছাত্রলীগের একজন কর্মী।

ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা ছাদেম হাওলাদার বলেন, একই গ্রামে তার বোনের বাড়ি। ওই কিশোর তার বোনের প্রতিবেশী। দুই দিন আগে পারিবারিক বিষয় নিয়ে ওই কিশোরের সঙ্গে তার বোনের ঝগড়া হয়। ওই ঘটনার জেরে গতকাল সন্ধ্যার দিকে দেউলী বাজারে তার সঙ্গেও ওই কিশোরের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সে উত্তেজিত হয়ে নিজের পায়ের জুতা খুলে তাকে ছয় থেকে সাতবার পেটায়। এ সময় ওই কিশোরের সঙ্গে সমবয়সী আরও চার থেকে পাঁচজন ছিল। এ সময় স্থানীয় লোকজন তাকে নিবৃত করে ছাদেম হাওলাদারকে উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শী ওই বাজারের একজন ব্যবসায়ী রফিকুল আলম বলেন, আমাদের চোখের সামনে বীর মুক্তিযোদ্ধা ছাদেম হাওলাদারকে কথা কাটাকাটির একপর্যায়ে ছেলেটি নিজের জুতা দিয়ে কয়েকটি আঘাত করেছে।

এ ব্যাপারে অভিযুক্ত কিশোরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। তার বাবার মুঠোফোনও বন্ধ পাওয়া যায়।

ওই কিশোর কোনো পদে না থাকলেও ছাত্রলীগের একজন কর্মী বলে জানিয়েছেন দেউলী সুবিদখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. আদনান হোসেন। তিনি বলেন, ঘটনাটি শুনেছি। এ বিষয়ে খোঁজ নিয়ে সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা ছাদেম হাওলাদার একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখছেন।

জনপ্রিয় সংবাদ

উত্তরা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস ২০২৫ পালিত

পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধাকে জুতা দিয়ে পেটানোর অভিযোগ

আপডেট সময় ১১:৫৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩

পটুয়াখালীর মির্জাগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবীণ একজন বীর মুক্তিযোদ্ধাকে প্রকাশ্যে জুতাপেটা করার অভিযোগ পাওয়া গেছে এক কিশোরের (১৭) বিরুদ্ধে।

বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে মির্জাগঞ্জ উপজেলার দেউলী বাজারে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মুক্তিযোদ্ধা ছাদেম হাওলাদার এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযুক্ত ওই কিশোর মির্জাগঞ্জ উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। সে দেউলী সুবিদখালী ইউনিয়ন ছাত্রলীগের একজন কর্মী।

ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা ছাদেম হাওলাদার বলেন, একই গ্রামে তার বোনের বাড়ি। ওই কিশোর তার বোনের প্রতিবেশী। দুই দিন আগে পারিবারিক বিষয় নিয়ে ওই কিশোরের সঙ্গে তার বোনের ঝগড়া হয়। ওই ঘটনার জেরে গতকাল সন্ধ্যার দিকে দেউলী বাজারে তার সঙ্গেও ওই কিশোরের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সে উত্তেজিত হয়ে নিজের পায়ের জুতা খুলে তাকে ছয় থেকে সাতবার পেটায়। এ সময় ওই কিশোরের সঙ্গে সমবয়সী আরও চার থেকে পাঁচজন ছিল। এ সময় স্থানীয় লোকজন তাকে নিবৃত করে ছাদেম হাওলাদারকে উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শী ওই বাজারের একজন ব্যবসায়ী রফিকুল আলম বলেন, আমাদের চোখের সামনে বীর মুক্তিযোদ্ধা ছাদেম হাওলাদারকে কথা কাটাকাটির একপর্যায়ে ছেলেটি নিজের জুতা দিয়ে কয়েকটি আঘাত করেছে।

এ ব্যাপারে অভিযুক্ত কিশোরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। তার বাবার মুঠোফোনও বন্ধ পাওয়া যায়।

ওই কিশোর কোনো পদে না থাকলেও ছাত্রলীগের একজন কর্মী বলে জানিয়েছেন দেউলী সুবিদখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. আদনান হোসেন। তিনি বলেন, ঘটনাটি শুনেছি। এ বিষয়ে খোঁজ নিয়ে সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা ছাদেম হাওলাদার একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখছেন।