ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo এবার একসঙ্গে মাঠে নামছে জামায়াতসহ সমমনা ৮ দল Logo প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে শিক্ষকদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা Logo ‘সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী শাপলা প্রতীক বরাদ্দ দেওয়ার সুযোগ নেই’ Logo রাকসুতে হেরে যাওয়া ছাত্রদল প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থীদের শিবিরের সঙ্গীতকে কটাক্ষ করে নাচ Logo দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি Logo দ্য নিউজের সাংবাদিক ইমরানকে প্রাণনাশের হুমকি Logo দেশ জুড়ে এসব অগ্নিকাণ্ডের ঘটনা পূর্বপরিকল্পিত: মির্জা ফখরুল Logo চট্রগ্রাম বন্দরে ১২০০ টন কাচামাল নিয়ে জাহাজডুবি Logo রিশাদের রেকর্ড বোলিংয়ে মিরপুরে বাংলাদেশের বড় জয় Logo মৌলভীবাজারে এম নাসের রহমানের নির্বাচনী গণসংযোগ শুরু

গুগলে খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোকে

গুগল প্রকাশ করেছে গত ২৫ বছরে যে তারকাদের সবচেয়ে বেশি খোঁজা হয়েছে, সেই তালিকা। যেখানে অ্যাথলেটদের মধ্যে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। ক্রিকেটারদের মধ্যে গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলিকে।

১৯৯৮ সালে প্রযুক্তি জগতে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে হাজির হয় গুগল। গত ২৫ বছর ধরে এই সার্চ ইঞ্জিন জড়িয়ে গেছে মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে। গুগলে একটি ক্লিক করলেই গোটা পৃথিবী চলে আসছে হাতের মুঠোয়। বিশেষ কোনো তথ্য বা বিখ্যাত কারও সম্পর্কে জানতে গুগলে একটি ক্লিকই যথেষ্ট। সেই গুগল এবার পালন করছে নিজেদের ২৫তম বর্ষপূর্তি, যার অংশ হিসেবে তারা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ একটি ভিডিও পোস্ট করেছে।

সে ভিডিওর শুরুতে লেখা হয়, ২৫ বছর আগে পৃথিবী খোঁজা শুরু করল। আর বাকিটা ইতিহাস। একটু পর সেই ভিডিওতে দেখানো হয়, গত ২৪ বছরে সবচেয়ে বেশি যে খেলাটি সম্পর্কে খোঁজ করা হয়েছে, সেটি হলো ফুটবল। আর এই খেলার যে খেলোয়াড়টিকে সবচেয়ে বেশি খোঁজ করা হয়েছে, তিনি ক্রিস্টিয়ানো রোনালদো।

এরপর সেই ভিডিওটিতেই জানানো হয় সবচেয়ে খোঁজ করা ক্রিকেটারের নাম। ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলিকে সন্ধান করা হয়েছে সবচেয়ে বেশিবার।

রোনালদোর পেশাদার ফুটবলে যাত্রা শুরু হয় অবশ্য গুগলের যাত্রা শুরুর আরও ৪ বছর পর। তবে ‘সিআর সেভেন’ আলো কেড়ে নেন ২০০৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর। গত দুই দশকে ইতিহাসের সেরা ফুটবলারদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়াল মাদ্রিদে গিয়েও প্রমাণ করেছেন নিজের শ্রেষ্ঠত্ব। জাতীয় দল পর্তুগালের হয়েও জিতেছেন ২০১৬ সালের ইউরো।

এর মধ্যে ব্যক্তিগত অর্জনের ঝুলিও পূর্ণ করেছেন রোনালদো। ৫ বার জিতেছেন ব্যালন ডি’অর। ফুটবলে ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের এই ট্রফিটি রোনালদোর চেয়ে বেশি জিতেছেন কেবল তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি (৮ বার)। এমনকি জাতীয় দলের হয়ে বিশ্বকাপও জিতেছেন মেসি। কিন্তু এরপরও গুগল সন্ধানে গত ২৫ বছর ধরে রোনালদোর পেছনেই ছিলেন মেসি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এবার একসঙ্গে মাঠে নামছে জামায়াতসহ সমমনা ৮ দল

গুগলে খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোকে

আপডেট সময় ০২:০৫:০১ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩

গুগল প্রকাশ করেছে গত ২৫ বছরে যে তারকাদের সবচেয়ে বেশি খোঁজা হয়েছে, সেই তালিকা। যেখানে অ্যাথলেটদের মধ্যে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। ক্রিকেটারদের মধ্যে গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলিকে।

১৯৯৮ সালে প্রযুক্তি জগতে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে হাজির হয় গুগল। গত ২৫ বছর ধরে এই সার্চ ইঞ্জিন জড়িয়ে গেছে মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে। গুগলে একটি ক্লিক করলেই গোটা পৃথিবী চলে আসছে হাতের মুঠোয়। বিশেষ কোনো তথ্য বা বিখ্যাত কারও সম্পর্কে জানতে গুগলে একটি ক্লিকই যথেষ্ট। সেই গুগল এবার পালন করছে নিজেদের ২৫তম বর্ষপূর্তি, যার অংশ হিসেবে তারা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ একটি ভিডিও পোস্ট করেছে।

সে ভিডিওর শুরুতে লেখা হয়, ২৫ বছর আগে পৃথিবী খোঁজা শুরু করল। আর বাকিটা ইতিহাস। একটু পর সেই ভিডিওতে দেখানো হয়, গত ২৪ বছরে সবচেয়ে বেশি যে খেলাটি সম্পর্কে খোঁজ করা হয়েছে, সেটি হলো ফুটবল। আর এই খেলার যে খেলোয়াড়টিকে সবচেয়ে বেশি খোঁজ করা হয়েছে, তিনি ক্রিস্টিয়ানো রোনালদো।

এরপর সেই ভিডিওটিতেই জানানো হয় সবচেয়ে খোঁজ করা ক্রিকেটারের নাম। ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলিকে সন্ধান করা হয়েছে সবচেয়ে বেশিবার।

রোনালদোর পেশাদার ফুটবলে যাত্রা শুরু হয় অবশ্য গুগলের যাত্রা শুরুর আরও ৪ বছর পর। তবে ‘সিআর সেভেন’ আলো কেড়ে নেন ২০০৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর। গত দুই দশকে ইতিহাসের সেরা ফুটবলারদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়াল মাদ্রিদে গিয়েও প্রমাণ করেছেন নিজের শ্রেষ্ঠত্ব। জাতীয় দল পর্তুগালের হয়েও জিতেছেন ২০১৬ সালের ইউরো।

এর মধ্যে ব্যক্তিগত অর্জনের ঝুলিও পূর্ণ করেছেন রোনালদো। ৫ বার জিতেছেন ব্যালন ডি’অর। ফুটবলে ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের এই ট্রফিটি রোনালদোর চেয়ে বেশি জিতেছেন কেবল তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি (৮ বার)। এমনকি জাতীয় দলের হয়ে বিশ্বকাপও জিতেছেন মেসি। কিন্তু এরপরও গুগল সন্ধানে গত ২৫ বছর ধরে রোনালদোর পেছনেই ছিলেন মেসি।