ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ছাত্রলীগকে হারাতে পারে এমন কোনো অপশক্তি তৈরি হয়নি : সাদ্দাম

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ১১:১৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
  • 226

ছাত্রলীগকে হারাতে পারে এমন কোনো অপশক্তি তৈরি হয়নি : সাদ্দাম

রাজপথে ছাত্রলীগকে হারাতে পারে এমন কোনো অপশক্তি দেশে এখনো তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে ছাত্রলীগের ক্যাম্পেইন অ্যাডভোকেসি প্রোগ্রামের উদ্যোগে পটুয়াখালীর কুয়াকাটায় বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ইয়ুথ ইনের মাঠে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সাদ্দাম হোসেন বলেন, আজকে আমরা হুট করে এখানে এসেছি। আমরা মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের কর্মকাণ্ডকে আরও বেগবান করার লক্ষ্যে এখানে এসেছি।

তিনি আরও বলেন, ক্যাম্পেইন অ্যাডভোকেসি প্রোগ্রাম আপনাদের মাঝে কাজ করছে। দেশব্যাপী অবকাঠামোগত বিপ্লব ঘটছে। আমার মনে আছে আমি যখন বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তখন বন্ধুদের সঙ্গে এই কুয়াকাটা এসেছিলাম। আমরা বরিশালে লঞ্চে এসে সেখান থেকে সড়ক পথে কুয়াকাটায় আসি তিন থেকে চারটি ফেরি ছিল। আজকে যখন আমরা নিজেরা ড্রাইভ করতে করতে এখানে এসেছি আমাদের কিন্তু সময় একেবারেই লাগেনি। আমরা বিভিন্ন জায়গায় থেমেছি তারপরও আমাদের এখানে নির্ধারিত যে সময় ছিল সে সময়ের মধ্যেই প্রোগ্রামে এসে অংশগ্রহণ করেছি। এটা সম্ভব হয়েছে আমাদের ম্যাজিশিয়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।

সভায় ছাত্রলীগের কেন্দ্রীয় ত্রাণ ও দুর্যোগ সম্পাদক রানাফের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। সভায় পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফসহ জেলার আওতাধীন বিভিন্ন ইউনিট ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশ সাংবাদিকসহ আহত ৫০

ছাত্রলীগকে হারাতে পারে এমন কোনো অপশক্তি তৈরি হয়নি : সাদ্দাম

আপডেট সময় ১১:১৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

রাজপথে ছাত্রলীগকে হারাতে পারে এমন কোনো অপশক্তি দেশে এখনো তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে ছাত্রলীগের ক্যাম্পেইন অ্যাডভোকেসি প্রোগ্রামের উদ্যোগে পটুয়াখালীর কুয়াকাটায় বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ইয়ুথ ইনের মাঠে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সাদ্দাম হোসেন বলেন, আজকে আমরা হুট করে এখানে এসেছি। আমরা মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের কর্মকাণ্ডকে আরও বেগবান করার লক্ষ্যে এখানে এসেছি।

তিনি আরও বলেন, ক্যাম্পেইন অ্যাডভোকেসি প্রোগ্রাম আপনাদের মাঝে কাজ করছে। দেশব্যাপী অবকাঠামোগত বিপ্লব ঘটছে। আমার মনে আছে আমি যখন বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তখন বন্ধুদের সঙ্গে এই কুয়াকাটা এসেছিলাম। আমরা বরিশালে লঞ্চে এসে সেখান থেকে সড়ক পথে কুয়াকাটায় আসি তিন থেকে চারটি ফেরি ছিল। আজকে যখন আমরা নিজেরা ড্রাইভ করতে করতে এখানে এসেছি আমাদের কিন্তু সময় একেবারেই লাগেনি। আমরা বিভিন্ন জায়গায় থেমেছি তারপরও আমাদের এখানে নির্ধারিত যে সময় ছিল সে সময়ের মধ্যেই প্রোগ্রামে এসে অংশগ্রহণ করেছি। এটা সম্ভব হয়েছে আমাদের ম্যাজিশিয়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।

সভায় ছাত্রলীগের কেন্দ্রীয় ত্রাণ ও দুর্যোগ সম্পাদক রানাফের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। সভায় পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফসহ জেলার আওতাধীন বিভিন্ন ইউনিট ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।