ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে হারাল বিশ্বকাপে যায়গা না পাওয়া দল মহররমের চাঁদ দেখা যায়নি, আশুরা ১৭ জুলাই যুক্তরাষ্ট্রের জিম্মি মুক্তির বিষয়ে প্রস্তাব গ্রহণ করেছে হামাস চলমান আন্দোলনকে আদালত বিরোধী বলা দেশকে মেধাশূণ্য করার নামান্তর: ইসলামী আন্দোলন নারীর গোসলের ভিডিও করতে গিয়ে জনতার হাতে আটক পুলিশ সদস্য ডুয়েট শিক্ষার্থী রিফাত-তাওহীদ এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় এলাকায় সক্রিয় চাঁদাবাজ চক্র রাতের আঁধারে ১০ হাজার কলাগাছ কেটে দেওয়ার অভিযোগ বগুড়ায় স্বপ্নপূরণ স্কুলে দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা যুক্তরাজ্যে লেবার পার্টি থেকে এমপি হলেন ২২ বছরের স্যাম কার্লিং কোটা ব্যবস্থা সম্পূর্ণভাবে সংবিধানবিরোধী: জি এম কাদের

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ২৩ সেনা নিহত

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ১০:৩৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
  • 105

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ২৩ সেনা নিহত

পাকিস্তানে একটি তল্লাশি চৌকিতে সন্ত্রাসীদের হামলায় ২৩ জন সেনা সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় আজ মঙ্গলবার দেরা ইসমাইল খান অঞ্চলের দারাবান এলাকায় এই ঘটনা ঘটে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বরাত দিয়ে দেশটির গণমাধ্যম ডন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, আজ ভোরের দিকে ছয়জন সন্ত্রাসী ওই তল্লাশি চৌকিতে হামলা চালায়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, ‘সন্ত্রাসীরা বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে তল্লাশি চৌকিতে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হয়। তখন তাঁরা সেখানে একটি আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণে একটি ভবন ধসে যায়। ২৩ জন সেনা সদস্য নিহত হন।

বেশ কয়েকজন গুরুতর আহত হন। বিস্ফোরণে হামলাকারীরা সবাই মারা গেছেন। এতে আরো বলা হয়, ‘পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দেশ থেকে সন্ত্রাসবাদের হুমকি নিশ্চিহ্ন করতে বদ্ধপরিকর এবং আমাদের সাহসী সৈন্যদের এই ধরনের আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরো শক্তিশালী করবে। এর আগে ১১ ও ১২ ডিসেম্বর একই এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে ১৭ জন সন্ত্রাসী নিহত হয়েছেন।

এ দিকে তল্লাশি চৌকিতে হামলার ঘটনায় দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন তেহেরিক-ই-জিহাদ পাকিস্তান। যারা তেহেরিক-ই-তালিবান পাকিস্তান নামে একটি সংগঠনের সহযোগী সংগঠন।

এ বছর পাকিস্তানে সন্ত্রাসী হামলা একদিনে সর্বোচ্চ সংখ্যক সেনা নিহতের ঘটনা এটি। এর আগে গত জুলাইয়ে পৃথ দুটি অভিযানে একদিনে ১২ জন সেনা নিহত হন।

সেনা সদস্যদের নিহতের ঘটনায় শোক জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সারফারাজ বুগতি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক শোক বার্তায় তিনি বলেন, ‘পুলিশ স্টেশনে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করছি।’

বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে হারাল বিশ্বকাপে যায়গা না পাওয়া দল

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ২৩ সেনা নিহত

আপডেট সময় ১০:৩৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

পাকিস্তানে একটি তল্লাশি চৌকিতে সন্ত্রাসীদের হামলায় ২৩ জন সেনা সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় আজ মঙ্গলবার দেরা ইসমাইল খান অঞ্চলের দারাবান এলাকায় এই ঘটনা ঘটে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বরাত দিয়ে দেশটির গণমাধ্যম ডন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, আজ ভোরের দিকে ছয়জন সন্ত্রাসী ওই তল্লাশি চৌকিতে হামলা চালায়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, ‘সন্ত্রাসীরা বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে তল্লাশি চৌকিতে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হয়। তখন তাঁরা সেখানে একটি আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণে একটি ভবন ধসে যায়। ২৩ জন সেনা সদস্য নিহত হন।

বেশ কয়েকজন গুরুতর আহত হন। বিস্ফোরণে হামলাকারীরা সবাই মারা গেছেন। এতে আরো বলা হয়, ‘পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দেশ থেকে সন্ত্রাসবাদের হুমকি নিশ্চিহ্ন করতে বদ্ধপরিকর এবং আমাদের সাহসী সৈন্যদের এই ধরনের আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরো শক্তিশালী করবে। এর আগে ১১ ও ১২ ডিসেম্বর একই এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে ১৭ জন সন্ত্রাসী নিহত হয়েছেন।

এ দিকে তল্লাশি চৌকিতে হামলার ঘটনায় দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন তেহেরিক-ই-জিহাদ পাকিস্তান। যারা তেহেরিক-ই-তালিবান পাকিস্তান নামে একটি সংগঠনের সহযোগী সংগঠন।

এ বছর পাকিস্তানে সন্ত্রাসী হামলা একদিনে সর্বোচ্চ সংখ্যক সেনা নিহতের ঘটনা এটি। এর আগে গত জুলাইয়ে পৃথ দুটি অভিযানে একদিনে ১২ জন সেনা নিহত হন।

সেনা সদস্যদের নিহতের ঘটনায় শোক জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সারফারাজ বুগতি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক শোক বার্তায় তিনি বলেন, ‘পুলিশ স্টেশনে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করছি।’