ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে হারাল বিশ্বকাপে যায়গা না পাওয়া দল মহররমের চাঁদ দেখা যায়নি, আশুরা ১৭ জুলাই যুক্তরাষ্ট্রের জিম্মি মুক্তির বিষয়ে প্রস্তাব গ্রহণ করেছে হামাস চলমান আন্দোলনকে আদালত বিরোধী বলা দেশকে মেধাশূণ্য করার নামান্তর: ইসলামী আন্দোলন নারীর গোসলের ভিডিও করতে গিয়ে জনতার হাতে আটক পুলিশ সদস্য ডুয়েট শিক্ষার্থী রিফাত-তাওহীদ এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় এলাকায় সক্রিয় চাঁদাবাজ চক্র রাতের আঁধারে ১০ হাজার কলাগাছ কেটে দেওয়ার অভিযোগ বগুড়ায় স্বপ্নপূরণ স্কুলে দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা যুক্তরাজ্যে লেবার পার্টি থেকে এমপি হলেন ২২ বছরের স্যাম কার্লিং কোটা ব্যবস্থা সম্পূর্ণভাবে সংবিধানবিরোধী: জি এম কাদের

৪০ ইসরায়েলি সেনাকে হত্যার দাবি হামাসের

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ১১:১৮:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
  • 141

৪০ ইসরায়েলি সেনাকে হত্যার দাবি হামাসের

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডস বলেছে, তাদের যোদ্ধারা গত ৪৮ ঘণ্টায় ৪০ ইসরায়েলি সেনাকে হত্যা এবং ৪৪টি সামরিক যান ধ্বংস করেছে। সোমবার (১১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

রোববার টেলিগ্রামে এক পোস্টে হামাস বলেছে, গত ৪৮ ঘণ্টায়, আল-কাসেম ব্রিগেডস গাজা উপত্যকায় সব ফ্রন্টে যুদ্ধে ৪৪টি ইসরায়েলি সামরিক যান সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করতে সক্ষম হয়েছে। হামাসের পোস্টে আরও বলা হয়েছে, ‘আমাদের যোদ্ধারা নিশ্চিত করেছে যে, জায়নবাদী ৪০ সেনা নিহত হয়েছে এবং আরও কয়েক ডজন সেনা আহত হয়েছে।

ইসরায়েলি স্থল অভিযানের বিরুদ্ধে বুবি ফাঁদ, মর্টার শেল ও স্বল্প-পাল্লার রকেট ব্যবহার করে হামলা চালানোর দাবি করেছে হামাস। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

গত ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তাদের এই হামলায় ১ হাজার ২০০ ব্যক্তি নিহত হন। এর জেরে ওই দিন থেকেই গাজায় প্রতিশোধমূলক হামলা শুরু করে ইসরায়েল।

ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় ১৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন প্রায় ৫০ হাজার ফিলিস্তিনি। হামাস নির্মূলের অজুহাতে ইসরায়েলি বাহিনীর বেসামরিক মানুষ নিধনের প্রতিবাদে বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে।

ট্যাগস :

বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে হারাল বিশ্বকাপে যায়গা না পাওয়া দল

৪০ ইসরায়েলি সেনাকে হত্যার দাবি হামাসের

আপডেট সময় ১১:১৮:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডস বলেছে, তাদের যোদ্ধারা গত ৪৮ ঘণ্টায় ৪০ ইসরায়েলি সেনাকে হত্যা এবং ৪৪টি সামরিক যান ধ্বংস করেছে। সোমবার (১১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

রোববার টেলিগ্রামে এক পোস্টে হামাস বলেছে, গত ৪৮ ঘণ্টায়, আল-কাসেম ব্রিগেডস গাজা উপত্যকায় সব ফ্রন্টে যুদ্ধে ৪৪টি ইসরায়েলি সামরিক যান সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করতে সক্ষম হয়েছে। হামাসের পোস্টে আরও বলা হয়েছে, ‘আমাদের যোদ্ধারা নিশ্চিত করেছে যে, জায়নবাদী ৪০ সেনা নিহত হয়েছে এবং আরও কয়েক ডজন সেনা আহত হয়েছে।

ইসরায়েলি স্থল অভিযানের বিরুদ্ধে বুবি ফাঁদ, মর্টার শেল ও স্বল্প-পাল্লার রকেট ব্যবহার করে হামলা চালানোর দাবি করেছে হামাস। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

গত ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তাদের এই হামলায় ১ হাজার ২০০ ব্যক্তি নিহত হন। এর জেরে ওই দিন থেকেই গাজায় প্রতিশোধমূলক হামলা শুরু করে ইসরায়েল।

ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় ১৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন প্রায় ৫০ হাজার ফিলিস্তিনি। হামাস নির্মূলের অজুহাতে ইসরায়েলি বাহিনীর বেসামরিক মানুষ নিধনের প্রতিবাদে বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে।