ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সুন্দরবনে বিএনপি’র কমিটিতে আওয়ামী লীগের কর্মীদের নাম Logo বাংলাদেশে ঢুকে আম গাছ কাটল বিএসএফ, সীমান্তে উত্তেজনা Logo দেশের মানুষ চায় তরুণরা সংসদে প্রতিনিধিত্ব করুক: সারজিস Logo ইডেন কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo বিএনপির ভাবনায় শুধুই ভোট Logo ‘লাল সন্ত্রাস’চায় ঢাবি ছাত্র ইউনিয়ন নেতা, মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস Logo ইসরায়েলের পূর্ণ মন্ত্রিসভায় যুদ্ধবিরতি অনুমোদন, কার্যকরের দিন ঘোষণা Logo বিএনপির অনুষ্ঠানে বক্তব্য দিলেন ছাত্রহত্যা আসামি শ্রমিকলীগ নেতা, খুঁজে পায় না পুলিশ Logo বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে জামায়াতের লড়াই চালু থাকবে : জামায়াতের আমীর

পাবনা জেলা বিএনপির সমন্বয়কের দায়িত্বে শিমুল বিশ্বাস

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে পাবনা জেলা বিএনপির সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান রাজনৈতিক কার্যক্রম সমন্বয়ের জন্য শামসুর রহমানকে পাবনা জেলা বিএনপির সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দায়িত্ব বলবৎ থাকবে।

পাবনা জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম বলেন, গত ২১ নভেম্বর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান গ্রেপ্তার হন। এর আগে ৩১ অক্টোবর জেলা বিএনপির সদস্যসচিব মাসুদ খন্দকারকে গ্রেপ্তার করা হয়। এর ফলে নেতা-কর্মীরা অভিভাবকশূন্যতায় ভুগছিলেন। শিমুল বিশ্বাসকে সমন্বয়কের দায়িত্ব দেওয়ায় একজন অভিভাবক পাওয়া গেলে। তার নেতৃত্বে জেলায় চলমান আন্দোলন–সংগ্রাম আরও গতিশীল হবে।

২০১৯ সালে পাবনা জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ভেঙে ৪৮ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক করা হয় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমানকে। এ সময় সদস্যসচিব ছিলেন বিএনপি নেতা সিদ্দিকুর রহমান। এই কমিটির দায়িত্ব ছিল ৯০ দিনের মধ্যে উপজেলা, থানা ও পৌরসভা কমিটি গঠন করা। কিন্তু আহ্বায়ক কমিটি তাতে ব্যর্থ হয়। এর আড়াই বছর পর ২০২২ সালে পুনরায় ছয় সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। হাবিবুর রহমান আহ্বায়ক থেকে যান। এর ৬ মাসের মাথায় আবার ৬ সদস্যের আহ্বায়ক কমিটি ভেঙে ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। হাবিবুর রহমানকে আহ্বায়ক রেখে সদস্যসচিব করা হয় মাসুদ খন্দকারকে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সুন্দরবনে বিএনপি’র কমিটিতে আওয়ামী লীগের কর্মীদের নাম

পাবনা জেলা বিএনপির সমন্বয়কের দায়িত্বে শিমুল বিশ্বাস

আপডেট সময় ০৫:১১:৩০ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে পাবনা জেলা বিএনপির সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান রাজনৈতিক কার্যক্রম সমন্বয়ের জন্য শামসুর রহমানকে পাবনা জেলা বিএনপির সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দায়িত্ব বলবৎ থাকবে।

পাবনা জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম বলেন, গত ২১ নভেম্বর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান গ্রেপ্তার হন। এর আগে ৩১ অক্টোবর জেলা বিএনপির সদস্যসচিব মাসুদ খন্দকারকে গ্রেপ্তার করা হয়। এর ফলে নেতা-কর্মীরা অভিভাবকশূন্যতায় ভুগছিলেন। শিমুল বিশ্বাসকে সমন্বয়কের দায়িত্ব দেওয়ায় একজন অভিভাবক পাওয়া গেলে। তার নেতৃত্বে জেলায় চলমান আন্দোলন–সংগ্রাম আরও গতিশীল হবে।

২০১৯ সালে পাবনা জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ভেঙে ৪৮ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক করা হয় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমানকে। এ সময় সদস্যসচিব ছিলেন বিএনপি নেতা সিদ্দিকুর রহমান। এই কমিটির দায়িত্ব ছিল ৯০ দিনের মধ্যে উপজেলা, থানা ও পৌরসভা কমিটি গঠন করা। কিন্তু আহ্বায়ক কমিটি তাতে ব্যর্থ হয়। এর আড়াই বছর পর ২০২২ সালে পুনরায় ছয় সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। হাবিবুর রহমান আহ্বায়ক থেকে যান। এর ৬ মাসের মাথায় আবার ৬ সদস্যের আহ্বায়ক কমিটি ভেঙে ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। হাবিবুর রহমানকে আহ্বায়ক রেখে সদস্যসচিব করা হয় মাসুদ খন্দকারকে।