ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo উত্তরা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস ২০২৫ পালিত Logo পাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo একুশে বইমেলায় আহমেদ বায়েজীদের ‘মহাকাশে দুঃস্বপ্ন’ Logo ১ মার্চ রোজা হলে ৩৩ বছর পর দেখা মিলবে ‘বিরল’ দিনের Logo এনবিআরের আইভাসে নতুন ১৭২৩ প্রতিষ্ঠানের নিবন্ধন Logo মাছ-মুরগি-চালের দাম কিছুটা কমেছে, কাটেনি সয়াবিন তেল সংকট Logo শহীদ মিনারে বিএনপি নেতার হামলার শিকার কালবেলার সাংবাদিক Logo নিষিদ্ধ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক হলেন ছাত্রদলের সভাপতি Logo নিষিদ্ধ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক হলেন ছাত্রদলের সভাপতি Logo ছাত্রদলের ইতিবাচক রাজনীতিকে বিতর্কিত করার হীনচেষ্টা চলছে-রাকিব

পাবনা জেলা বিএনপির সমন্বয়কের দায়িত্বে শিমুল বিশ্বাস

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে পাবনা জেলা বিএনপির সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান রাজনৈতিক কার্যক্রম সমন্বয়ের জন্য শামসুর রহমানকে পাবনা জেলা বিএনপির সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দায়িত্ব বলবৎ থাকবে।

পাবনা জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম বলেন, গত ২১ নভেম্বর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান গ্রেপ্তার হন। এর আগে ৩১ অক্টোবর জেলা বিএনপির সদস্যসচিব মাসুদ খন্দকারকে গ্রেপ্তার করা হয়। এর ফলে নেতা-কর্মীরা অভিভাবকশূন্যতায় ভুগছিলেন। শিমুল বিশ্বাসকে সমন্বয়কের দায়িত্ব দেওয়ায় একজন অভিভাবক পাওয়া গেলে। তার নেতৃত্বে জেলায় চলমান আন্দোলন–সংগ্রাম আরও গতিশীল হবে।

২০১৯ সালে পাবনা জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ভেঙে ৪৮ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক করা হয় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমানকে। এ সময় সদস্যসচিব ছিলেন বিএনপি নেতা সিদ্দিকুর রহমান। এই কমিটির দায়িত্ব ছিল ৯০ দিনের মধ্যে উপজেলা, থানা ও পৌরসভা কমিটি গঠন করা। কিন্তু আহ্বায়ক কমিটি তাতে ব্যর্থ হয়। এর আড়াই বছর পর ২০২২ সালে পুনরায় ছয় সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। হাবিবুর রহমান আহ্বায়ক থেকে যান। এর ৬ মাসের মাথায় আবার ৬ সদস্যের আহ্বায়ক কমিটি ভেঙে ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। হাবিবুর রহমানকে আহ্বায়ক রেখে সদস্যসচিব করা হয় মাসুদ খন্দকারকে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

উত্তরা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস ২০২৫ পালিত

পাবনা জেলা বিএনপির সমন্বয়কের দায়িত্বে শিমুল বিশ্বাস

আপডেট সময় ০৫:১১:৩০ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে পাবনা জেলা বিএনপির সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান রাজনৈতিক কার্যক্রম সমন্বয়ের জন্য শামসুর রহমানকে পাবনা জেলা বিএনপির সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দায়িত্ব বলবৎ থাকবে।

পাবনা জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম বলেন, গত ২১ নভেম্বর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান গ্রেপ্তার হন। এর আগে ৩১ অক্টোবর জেলা বিএনপির সদস্যসচিব মাসুদ খন্দকারকে গ্রেপ্তার করা হয়। এর ফলে নেতা-কর্মীরা অভিভাবকশূন্যতায় ভুগছিলেন। শিমুল বিশ্বাসকে সমন্বয়কের দায়িত্ব দেওয়ায় একজন অভিভাবক পাওয়া গেলে। তার নেতৃত্বে জেলায় চলমান আন্দোলন–সংগ্রাম আরও গতিশীল হবে।

২০১৯ সালে পাবনা জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ভেঙে ৪৮ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক করা হয় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমানকে। এ সময় সদস্যসচিব ছিলেন বিএনপি নেতা সিদ্দিকুর রহমান। এই কমিটির দায়িত্ব ছিল ৯০ দিনের মধ্যে উপজেলা, থানা ও পৌরসভা কমিটি গঠন করা। কিন্তু আহ্বায়ক কমিটি তাতে ব্যর্থ হয়। এর আড়াই বছর পর ২০২২ সালে পুনরায় ছয় সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। হাবিবুর রহমান আহ্বায়ক থেকে যান। এর ৬ মাসের মাথায় আবার ৬ সদস্যের আহ্বায়ক কমিটি ভেঙে ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। হাবিবুর রহমানকে আহ্বায়ক রেখে সদস্যসচিব করা হয় মাসুদ খন্দকারকে।