দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষেণে বিভিন্ন দেশের পর্যবেক্ষকরা আসছেন। সর্বশেষ ভারত, ফিলিস্তিন, জাপান, ওআইসি ও আরব লীগের প্রতিনিধিরাও পর্যবেক্ষণে আসছেন বলে নিশ্চিত হওয়া গেছে। তবে যুক্তরাষ্ট্র এখনো নির্বাচন পর্যবেক্ষণ করার বিষয়ে নিশ্চিত করেনি।
আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন এ তথ্য নিশ্চিত করেছেন। সেহেলী সাবরীন জানান, ইইউর এক্সপার্ট মিশন আগামী ২১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। এ ছাড়া ভারত থেকে আসবে, ফিলিস্তিন, ওআইসি, আরব লীগ থেকেও আসবে। জাপানও সম্প্রতি নির্বাচন কমিশনের কাছে আগ্রহ প্রকাশ করেছে। আরো কিছু আবেদন আছে।
যে আবেদনগুলো পাওয়া গেছে, সেগুলোর ওপর কাজ হচ্ছে। যখন নিশ্চিত হবে নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া হবে। কোন দেশ থেকে কতজন পর্যবেক্ষক আসবেন, এমন প্রশ্নের জবাবে সেহেলী সাবরীন বলেন, ‘ভারত থেকে তিনজন আসবে, ফিলিস্তিন থেকে ছয়জন (তাদের মধ্যে কিছু বাইরে থেকে আছে, আবার দূতাবাস থেকেও থাকবে)। আর জাপানের ক্ষেত্রে যেটা শুনেছি ১৬ জন।
এ ছাড়া ওআইসি ও আরব লীগ থেকে কতজন আসবে সে তথ্যটা এখন আমার কাছে নেই। গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইসির ঘোষণা অনুযায়ী ভোট অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি। এ ছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।