ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo খালেদা জিয়াকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে কমিশন Logo বিএনপি নেতার অনুসারীদের হামলায় আহত যুবদল নেতা Logo রাকসুর ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন: পর্যবেক্ষণ দল Logo জুলাই আন্দোলনে কোনো মাস্টারমাইন্ড ছিলো না: আসিফ মাহমুদ Logo শিক্ষার্থীদের যোগ্যতা ও নৈতিকতা বিকাশে আলিয়া মাদ্রাসা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: ড. হেদায়াত উল্লাহ Logo চাকসু নির্বাচনের পর পদ হারালেন চবি ছাত্রদলের ৪ নেতা Logo দ্বীন প্রতিষ্ঠায় নারীদের ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে: জামায়াত আমির Logo বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী: সালাউদ্দিন আহমদ Logo ‘সেলিম ভূঁইয়াকে অব্যাহতি না দিলে নির্বাচনে ৬ লাখ শিক্ষক পরিবার বিএনপিকে জবাব দেবে’ Logo চার ঘন্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চট্টগ্রাম ইপিজেডে লাগা আগুন

গাজায় যুদ্ধবিরতির দাবিতে আরব বিশ্বে বিক্ষোভ

গাজায় ইসরায়েলের অব্যাহত নির্বিচার হামলার প্রতিবাদে আরব বিশ্বের বিভিন্ন দেশে হাজার হাজার মানুষ প্রতিবাদ বিক্ষোভ করেছেন।

শুক্রবার (৯ ডিসেম্বর) এ বিক্ষোভ করে আরব দেশের জনগণ।

ইসরায়েল বাড়িঘর, হাসপাতাল, স্কুল, শরণার্থীশিবিরসহ পুরো গাজায় নির্বিচার বিমান হামলা চালিয়ে যাচ্ছে। তাদের হামলায় এ পর্যন্ত ১৭ হাজার ৮০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাঁদের বেশির ভাগ নারী ও শিশু।

গাজার মানুষের প্রতি সমর্থন জানিয়ে আরব বিশ্বের বিভিন্ন দেশে প্ল্যাকার্ড ও ফিলিস্তিনি পতাকা হাতে রাস্তায় নেমে আসেন মানুষ। গতকাল শুক্রবার জুমার নামাজের পর ফিলিস্তিন ছাড়াও জর্ডান, ইয়েমেন, লেবাননসহ বিভিন্ন দেশে প্রতিবাদ বিক্ষোভ হয়।

জুমার নামাজের পর জর্ডানের রাজধানী আম্মানে বিপুল মানুষ ফিলিস্তিনের সমর্থনে রাস্তায় নেমে আসেন। জর্ডানের সংবাদপত্র আল-ঘাদের অনলাইন প্রতিবেদনে বলা হয়, কিছু বিক্ষোভকারী স্লোগান দিতে থাকেন- মানুষ ফিলিস্তিনের স্বাধীনতা চায়, আমরা মরব, কিন্তু ফিলিস্তিন বেঁচে থাকবে।

আল-ঘাদের প্রতিবেদনে বলা হয়, এরই মধ্যে জর্ডানে মার্কিন দূতাবাসের সামনে হাজার হাজার মানুষ যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভে যোগ দেন। এ সময় বিক্ষোভকারীদের হাতে ‘গাজার অভুক্ত ও বঞ্চিত শিশুদের বিরুদ্ধে যুদ্ধ নয়’-সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

লেবাননেও গতকাল হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে আসেন। এ সময় অনেকে ‘গাজা’ লেখা ফিতা নিজেদের মুখে লাগিয়ে দেন। অনেকে ‘গাজায় অস্ত্রবিরতি’ প্ল্যাকার্ড বহন করেন। তারা গাজায় যুদ্ধ বন্ধ এবং অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করার দাবিতে স্লোগান দেন।

গাজায় নিরীহ নাগরিকদের হত্যার প্রতিবাদ ও অস্ত্রবিরতির দাবিতে লেবাননের রাজধানী বৈরুতে ফরাসি দূতাবাসের সামনে হাজার হাজার মানুষ নীরব থেকে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় অনেকে ‘গাজা’ লেখা ফিতা নিজেদের মুখে লাগিয়ে দেন। কয়েকজনের সামনে প্রতীকী কফিন দেখা যায়।

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়াকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে কমিশন

গাজায় যুদ্ধবিরতির দাবিতে আরব বিশ্বে বিক্ষোভ

আপডেট সময় ০২:৫৭:২০ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩

গাজায় ইসরায়েলের অব্যাহত নির্বিচার হামলার প্রতিবাদে আরব বিশ্বের বিভিন্ন দেশে হাজার হাজার মানুষ প্রতিবাদ বিক্ষোভ করেছেন।

শুক্রবার (৯ ডিসেম্বর) এ বিক্ষোভ করে আরব দেশের জনগণ।

ইসরায়েল বাড়িঘর, হাসপাতাল, স্কুল, শরণার্থীশিবিরসহ পুরো গাজায় নির্বিচার বিমান হামলা চালিয়ে যাচ্ছে। তাদের হামলায় এ পর্যন্ত ১৭ হাজার ৮০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাঁদের বেশির ভাগ নারী ও শিশু।

গাজার মানুষের প্রতি সমর্থন জানিয়ে আরব বিশ্বের বিভিন্ন দেশে প্ল্যাকার্ড ও ফিলিস্তিনি পতাকা হাতে রাস্তায় নেমে আসেন মানুষ। গতকাল শুক্রবার জুমার নামাজের পর ফিলিস্তিন ছাড়াও জর্ডান, ইয়েমেন, লেবাননসহ বিভিন্ন দেশে প্রতিবাদ বিক্ষোভ হয়।

জুমার নামাজের পর জর্ডানের রাজধানী আম্মানে বিপুল মানুষ ফিলিস্তিনের সমর্থনে রাস্তায় নেমে আসেন। জর্ডানের সংবাদপত্র আল-ঘাদের অনলাইন প্রতিবেদনে বলা হয়, কিছু বিক্ষোভকারী স্লোগান দিতে থাকেন- মানুষ ফিলিস্তিনের স্বাধীনতা চায়, আমরা মরব, কিন্তু ফিলিস্তিন বেঁচে থাকবে।

আল-ঘাদের প্রতিবেদনে বলা হয়, এরই মধ্যে জর্ডানে মার্কিন দূতাবাসের সামনে হাজার হাজার মানুষ যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভে যোগ দেন। এ সময় বিক্ষোভকারীদের হাতে ‘গাজার অভুক্ত ও বঞ্চিত শিশুদের বিরুদ্ধে যুদ্ধ নয়’-সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

লেবাননেও গতকাল হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে আসেন। এ সময় অনেকে ‘গাজা’ লেখা ফিতা নিজেদের মুখে লাগিয়ে দেন। অনেকে ‘গাজায় অস্ত্রবিরতি’ প্ল্যাকার্ড বহন করেন। তারা গাজায় যুদ্ধ বন্ধ এবং অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করার দাবিতে স্লোগান দেন।

গাজায় নিরীহ নাগরিকদের হত্যার প্রতিবাদ ও অস্ত্রবিরতির দাবিতে লেবাননের রাজধানী বৈরুতে ফরাসি দূতাবাসের সামনে হাজার হাজার মানুষ নীরব থেকে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় অনেকে ‘গাজা’ লেখা ফিতা নিজেদের মুখে লাগিয়ে দেন। কয়েকজনের সামনে প্রতীকী কফিন দেখা যায়।