১২০০তম পেশাদার ম্যাচ ফুটবল খেলার মাইলফলক অর্জন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো।
সৌদি প্রো লিগের ‘এক্স’ অ্যাকাউন্টে শুক্রবার (৮ ডিসেম্বর) রাতে এ পোস্ট করা হয়। আল নাসরের হয়ে গত রাতে পেশাদার ক্যারিয়ারে মাইলফলকটির দেখা পান রোনালদো।
৪-১ গোলের জয়ে নিজে গোল করার পাশাপাশি একটি গোল করিয়ে মুহূর্তটি স্মরণীয়ও করে রেখেছেন পর্তুগিজ তারকা। অবশ্য এমন সব মুহূর্ত স্মরণীয় করে রাখা রোনালদোর জন্য নতুন কিছু নয়। ২০২০ সালের ফেব্রুয়ারিতে পেশাদার ক্যারিয়ারে নিজের ১০০০তম ম্যাচেও গোল করেছিলেন রোনালদো। সেটি ছিল জুভেন্টাসের হয়ে এসপিএলের বিপক্ষে ম্যাচে।
স্পোর্টিং লিসবনের হয়ে ২০০২ সালের ১৪ আগস্ট পেশাদার ফুটবলে অভিষেক রোনালদোর। অর্থাৎ পেশাদার ফুটবলে তার প্রায় ২২ বছর হয়ে গেল। এ সময় জাতীয় দলের পাশাপাশি পাঁচটি ক্লাবের হয়ে অসংখ্য রেকর্ড গড়েছেন ৩৮ বছর বয়সী পর্তুগিজ কিংবদন্তি।
পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার জাতীয় দলের হয়ে প্রথম খেলোয়াড় হিসেবে অন্তত ২০০ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন আগেই। জাতীয় দলে সর্বোচ্চ গোলের (১২৮) রেকর্ডও তার। প্রথম খেলোয়াড় হিসেবে শীর্ষ স্তরের ফুটবলে ৮০০ গোলের মাইলফলক ছুঁয়ে ফেলার রেকর্ডও গড়েন ২০২১ সালে। গতকাল রাতে সেটি ৮৬৮-তে উন্নীত হয়েছে। এছাড়া, চ্যাম্পিয়নস লিগে তার সর্বোচ্চ ম্যাচ (১৮৩) খেলার রেকর্ডও রয়েছে তার।