ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু Logo চীনে সেভেন সিস্টার্স নিয়ে যা বলেছিলেন ড. ইউনূস? যেজন্য হতভম্ব ভারত Logo জামায়াতের ঈদ উপলক্ষে প্রীতি ভোজের ঘটনায় বিএনপি – যুবলীগের হামলা Logo শহীদ নাসিব হাসান রিহান-এর পরিবারের সদস্যদের সাথে আমীরে জামায়াতের ঈদ কুশল বিনিময় Logo ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ Logo মিয়ানমারে ভূমিকম্প: ২ হাজার ছাড়াল নিহতের সংখ্যা Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালেদা জিয়া Logo ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পদত্যাগ Logo ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’স্লোগান, বিএনপির সাথে সংঘর্ষ গুলিবিদ্ধ ১ Logo আইপিএলসহ টিভিতে যা দেকবেন আজ

বাংলাদেশে মুক্তি পেল ভারতীয় ‘অ্যানিমেল’

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:১০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
  • 0 Views

গত ১ ডিসেম্বর রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’ সিনেমা ভারতসহ বিভিন্ন দেশে মুক্তি পায়। একই দিনে সিনেমাটি বাংলাদেশেও মুক্তির কথা থাকলেও তা সম্ভব হয়নি। অবশেষে আজ বাংলাদেশে মুক্তি পেল সিনেমাটি। সিনেমাটি বাংলাদেশে আমদানি করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।

আমদানিকারক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী অনন্য মামুন বলেন , আজ ৭ ডিসেম্বর থেকে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অ্যানিমেল সিনেমাটি। প্রথম সপ্তাহে দেশের ৪৮টি প্রেক্ষাগৃহে চলবে। পরে আরও সিনেমা হলের সংখ্যা বাড়বে। পিতা-পুত্রের ভালোবাসা ও দ্বন্দ্বের গল্পে নির্মিত ‌অ্যানিমেল ছবিটি পরিচালনা করেছেন সন্দীপ রেড্ডি। এতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন রণবীর কাপুর-রাশমিকা মান্দানা।

মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা বলিউড সিনেমার তালিকায় ‘অ্যানিমেল’ তৃতীয় অবস্থানে। তার আগের দুই অবস্থানে রয়েছে ‘পাঠান’ ও ‘জওয়ান’। প্রথম ৩ দিন সিনেমাটি বক্স অফিসে ঝড় তোলে। তবে চতুর্থ দিন থেকে তুলনামূলক সিনেমাটির আয় কমেছে।

বলি মুভি রিভিউজ ডটকম থেকে জানা যায়, মুক্তির প্রথম দিনে শুধু ভারতেই ‘অ্যানিমেল’ সিনেমাটির আয় ৬৩.৮ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় ৬৭.২৭ কোটি রুপি, তৃতীয় দিনে আয় ৭০.৬৯ কোটি রুপি, চতুর্থ দিনে আয় ৪৪.৪৭ কোটি রুপি, পঞ্চম দিনে আয় ৩৭.৮২ কোটি রুপি। টানা ৬ দিনে ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৩১৬.০৫ কোটি রুপি। আর বিশ্বব্যাপী সিনেমাটি মোট আয় করেছে ৪৮১ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৬৩৫ কোটি ২৮ লাখ টাকার বেশি।

স্যাকনিল্ক ডটকম জানিয়েছে, অ্যানিমেল সিনেমা শুধু ভারতে আয় করেছে ৩৩৭ কোটি রুপি, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আয় করেছে ১৪৪ কোটি রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ৪৮১ কোটি রুপি। রণবীর-রাশমিকা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন, অনিল কাপুর, ববি দেওল, তৃপ্তি, শক্তি কাপুর, প্রেম চোপড়া। ২০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করছেন গুলশান কুমার।

জনপ্রিয় সংবাদ

গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু

বাংলাদেশে মুক্তি পেল ভারতীয় ‘অ্যানিমেল’

আপডেট সময় ০৪:১০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩

গত ১ ডিসেম্বর রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’ সিনেমা ভারতসহ বিভিন্ন দেশে মুক্তি পায়। একই দিনে সিনেমাটি বাংলাদেশেও মুক্তির কথা থাকলেও তা সম্ভব হয়নি। অবশেষে আজ বাংলাদেশে মুক্তি পেল সিনেমাটি। সিনেমাটি বাংলাদেশে আমদানি করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।

আমদানিকারক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী অনন্য মামুন বলেন , আজ ৭ ডিসেম্বর থেকে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অ্যানিমেল সিনেমাটি। প্রথম সপ্তাহে দেশের ৪৮টি প্রেক্ষাগৃহে চলবে। পরে আরও সিনেমা হলের সংখ্যা বাড়বে। পিতা-পুত্রের ভালোবাসা ও দ্বন্দ্বের গল্পে নির্মিত ‌অ্যানিমেল ছবিটি পরিচালনা করেছেন সন্দীপ রেড্ডি। এতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন রণবীর কাপুর-রাশমিকা মান্দানা।

মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা বলিউড সিনেমার তালিকায় ‘অ্যানিমেল’ তৃতীয় অবস্থানে। তার আগের দুই অবস্থানে রয়েছে ‘পাঠান’ ও ‘জওয়ান’। প্রথম ৩ দিন সিনেমাটি বক্স অফিসে ঝড় তোলে। তবে চতুর্থ দিন থেকে তুলনামূলক সিনেমাটির আয় কমেছে।

বলি মুভি রিভিউজ ডটকম থেকে জানা যায়, মুক্তির প্রথম দিনে শুধু ভারতেই ‘অ্যানিমেল’ সিনেমাটির আয় ৬৩.৮ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় ৬৭.২৭ কোটি রুপি, তৃতীয় দিনে আয় ৭০.৬৯ কোটি রুপি, চতুর্থ দিনে আয় ৪৪.৪৭ কোটি রুপি, পঞ্চম দিনে আয় ৩৭.৮২ কোটি রুপি। টানা ৬ দিনে ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৩১৬.০৫ কোটি রুপি। আর বিশ্বব্যাপী সিনেমাটি মোট আয় করেছে ৪৮১ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৬৩৫ কোটি ২৮ লাখ টাকার বেশি।

স্যাকনিল্ক ডটকম জানিয়েছে, অ্যানিমেল সিনেমা শুধু ভারতে আয় করেছে ৩৩৭ কোটি রুপি, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আয় করেছে ১৪৪ কোটি রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ৪৮১ কোটি রুপি। রণবীর-রাশমিকা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন, অনিল কাপুর, ববি দেওল, তৃপ্তি, শক্তি কাপুর, প্রেম চোপড়া। ২০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করছেন গুলশান কুমার।