বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ঢাকা টেস্টের আজ দ্বিতীয় দিন। এদিকে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ এর প্রভাবে বাংলাদেশ বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার সকালে নগরবাসীর ঘুম ভেঙেছে বৃষ্টির শব্দে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টিপাতের এ ধারা বৃহস্পতিবার দিনভর অব্যাহত থাকবে। বৃষ্টিপাত অব্যহত থাকলে আজ খেলা হওয়ার সম্ভাবনা কম।
প্রথম দিনের খেলা আলোর স্বল্পতার কারণে প্রায় ১৫ মিনিট আগে শেষ হয়। আজ দ্বিতীয় দিনে তাই নির্ধারিত সাড়ে ৯টার জায়গায় ৯.১৫ মিনিটে খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু মিরপুরে সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে খেলা শুরু করা যায়নি। এমন অবস্থা থাকলে খেলা ৪ দিনে গড়ানোর সম্ভাবনা বেশ জোড়ালো।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত মিরপুর স্টেডিয়ামের মাঠ কাভারে ঢাকা রয়েছে।বাংলাদেশ দলের অভিজ্ঞ মুশফিকুর রহিমকে ইনডোরে ব্যাটিং অনুশীলনে করতে দেখা গেলেও বেশির ভাগ খেলোয়াড় ড্রেসিংরুমে সময় পার করছেন।
মাঠকির্মীরাও অপেক্ষা করছেন বৃষ্টি কখন থামে।
গতকাল প্রথম দিনে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ । স্পিন স্বর্গে মিরপুরে নিউজিল্যান্ডের স্পিনারদের তোপের মুখে মাত্র ১৭২ রানে অলআউট হয় নাজমুল হোসেনের দল বাংলাদেশ।একই পথে হাঁটে নিউজিল্যান্ডও। তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজের স্পিন ভেলকিতে মাত্র ৫৫ রানে ৫ উইকেট হারিয়ে দিন শেষ করে নিউজিল্যান্ড।