ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাউফলে ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার Logo প্রেমের শাস্তি হিসেবে দম্পতিকে গরুর জোয়ালে বেঁধে হালচাষ Logo ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে ইডেনে বিক্ষোভ, ছাত্রদলকে হল ছাড়ার আলটিমেটাম Logo সুন্দরগঞ্জে ভাতিজার চুরি আঘাতে চাচা নিহত, স্ত্রী সন্তান আহত Logo “তারেক রহমান খালি দেশে আসুক! তোগো চামড়া খালাই হালাইয়াম। ইটস্ ওপেন থ্রেট” Logo টিভিতে যে খেলা দেখবেন আজ Logo মিটফোর্ডে ব্যবসায়ীকে নৃশংস হত্যার প্রতিবাদে জবিতে বিক্ষোভ Logo মৌলভীবাজারে বুলডোজার দিয়ে ‘বঙ্গবন্ধু ম্যুরাল’ গুঁড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা Logo মিটফোর্ডের হত্যাকাণ্ড ‘পৈশাচিক’: বিএনপি মহাসচিব Logo রাজধানীতে ব্যবসায়ীকে নৃশংস হত্যার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

জামালপুরে ট্রেনের ধাক্কায় পুলিশের গাড়ি চুরমার, কনস্টেবল নিহত

জামালপুর শহরের শেখেরভিটা লেভেল ক্রসিং এলাকায় দেওয়ানগঞ্জগামী ট্রেনের ধাক্কায় টহলরত পুলিশের গাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে। এতে আহসান হাবিব (৩৩) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

রবিবার (৩ ডিসেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর রেলওয়ে থানার ওসি মাহবুবুর রহমান।

তিনি জানান, এতে আরেক পুলিশ কনস্টেবল আরিফুল ইসলাম (৪৩) গুরুতর আহত হয়েছেন। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত পুলিশ কনস্টেবল আহসান হাবিবের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রাজানগর গ্রামের নজরুল ইসলামের ছেলে। আহত আরিফুল হক টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার দক্ষিণ কয়ড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। তারা ২ জন জামালপুর সদর থানায় কর্মরত ছিলেন।

কামরুল হাসান দিপ নামে একজন প্রত্যক্ষদর্শী জানান, প্রচণ্ড শব্দ শুনে সেদিকে তাকিয়ে দেখি, এক পুলিশ সদস্য রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আর পাশেই রয়েছেন আরেকজন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

জামালপুর রেলওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানঞ্জগামী একটি মেইল ট্রেন আজ রোববার ভোর ৪টার দিকে জামালপুর শহরের শেখেরভিটা এলাকা অতিক্রমকালে পুলিশের টহলরত একটি ভ্যানে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ভ্যানে থাকা পুলিশ কনস্টেবল আহসান হাবিব ঘটনাস্থলেই মারা যান। এ সময় গুরুতর আহত হন আরেক পুলিশ কনস্টেবল আরিফুল ইসলাম। তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে ঘটনার পর সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন জামালপুর পুলিশ সুপার কামরুজ্জামান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বাউফলে ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

জামালপুরে ট্রেনের ধাক্কায় পুলিশের গাড়ি চুরমার, কনস্টেবল নিহত

আপডেট সময় ০১:৫০:১৮ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩

জামালপুর শহরের শেখেরভিটা লেভেল ক্রসিং এলাকায় দেওয়ানগঞ্জগামী ট্রেনের ধাক্কায় টহলরত পুলিশের গাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে। এতে আহসান হাবিব (৩৩) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

রবিবার (৩ ডিসেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর রেলওয়ে থানার ওসি মাহবুবুর রহমান।

তিনি জানান, এতে আরেক পুলিশ কনস্টেবল আরিফুল ইসলাম (৪৩) গুরুতর আহত হয়েছেন। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত পুলিশ কনস্টেবল আহসান হাবিবের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রাজানগর গ্রামের নজরুল ইসলামের ছেলে। আহত আরিফুল হক টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার দক্ষিণ কয়ড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। তারা ২ জন জামালপুর সদর থানায় কর্মরত ছিলেন।

কামরুল হাসান দিপ নামে একজন প্রত্যক্ষদর্শী জানান, প্রচণ্ড শব্দ শুনে সেদিকে তাকিয়ে দেখি, এক পুলিশ সদস্য রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আর পাশেই রয়েছেন আরেকজন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

জামালপুর রেলওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানঞ্জগামী একটি মেইল ট্রেন আজ রোববার ভোর ৪টার দিকে জামালপুর শহরের শেখেরভিটা এলাকা অতিক্রমকালে পুলিশের টহলরত একটি ভ্যানে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ভ্যানে থাকা পুলিশ কনস্টেবল আহসান হাবিব ঘটনাস্থলেই মারা যান। এ সময় গুরুতর আহত হন আরেক পুলিশ কনস্টেবল আরিফুল ইসলাম। তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে ঘটনার পর সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন জামালপুর পুলিশ সুপার কামরুজ্জামান।