ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আন্দোলনকারীদের সরাসরি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলো শেখ হাসিনা Logo থানায় ঢুকে রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা, ছুরিকাঘাতে আহত এসআই, পুকুরে ঝাঁপ দিয়ে নিখোঁজ যুবক Logo আজ যে এলাকয় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না Logo গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত ছাড়াল ৫৯ হাজার ৫০০ Logo বাংলাদেশের স্বার্থেই জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপন: মো. তৌহিদ হোসেন Logo মামলা থেকে আওয়ামী লীগ নেতাদের বাদ দিতে উপজেলা বিএনপির চিঠি Logo আগামী ২৯ জুলাই বাংলাদেশকে চূড়ান্ত শুল্ক আলোচনায় বসার আমন্ত্রণ যুক্তরাষ্ট্রের Logo ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত ১, আহত ১ Logo জুমার দিনের বিশেষ ৬টি আমল Logo ভারতে পালানোর সময় সাবেক শ্রমিক লীগ নেতা আটক

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় এলজিইডি প্রকৌশলী নিহত, ইউএনও সহ আহত ৩

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা প্রকৌশলী আবু সাঈদ (৩৩) নিহত হয়েছেন। এ ঘটনায় তেঁতুলিয়ার ইউএনও ফজলে রাব্বি (৩৩), উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিন (৩১) ও সহকারী প্রোগ্রামার নবিউল করিম সরকার (৩০) গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২ ডিসেম্বর) দিবাগত রাত একটার দিকে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের চাওয়াই সেতুসংলগ্ন চেকরমারী এলাকায় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পীরগঞ্জ উপজেলা প্রকৌশলী। এর আগে তিনি তেঁতুলিয়ায় কর্মরত ছিলেন। তিনি গতকাল তেঁতুলিয়ায় বেড়াতে এসেছিলেন বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের মধ্যে সমাজসেবা কর্মকর্তা আল আমিনের অবস্থার অবনতি হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর আহত কর্মকর্তাদের দেখতে যান জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম ও পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মধ্যরাতে ইউএনওর সঙ্গে তার গাড়িতে ওই কর্মকর্তারা পঞ্চগড় শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের চাওয়াই সেতু থেকে কিছুটা উত্তর-পশ্চিমে চেকরমারী বাঁকে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এরপর সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে গাড়ির বাঁ পাশের দরজাটি বিচ্ছিন্ন হয়ে যায় এবং বিভিন্ন অংশ দুমড়ে–মুচড়ে যায়। এ সময় প্রকৌশলী আবু সাঈদ গাড়ি থেকে ছিটকে পাশের ঝোঁপে পড়ে ঘটনাস্থলে মারা যান। অপর তিনজন গাড়িতেই আহত অবস্থায় ছিলেন। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন মোল্লা বলেন, অতিরিক্ত গতির কারণে গাড়িটি বাঁকের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা ধারণা করছেন। গাড়িটি তেঁতুলিয়া থেকে পঞ্চগড়ের দিকে যাচ্ছিল। নিহত ব্যক্তির লাশের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।

জনপ্রিয় সংবাদ

আন্দোলনকারীদের সরাসরি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলো শেখ হাসিনা

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় এলজিইডি প্রকৌশলী নিহত, ইউএনও সহ আহত ৩

আপডেট সময় ০১:২৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা প্রকৌশলী আবু সাঈদ (৩৩) নিহত হয়েছেন। এ ঘটনায় তেঁতুলিয়ার ইউএনও ফজলে রাব্বি (৩৩), উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিন (৩১) ও সহকারী প্রোগ্রামার নবিউল করিম সরকার (৩০) গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২ ডিসেম্বর) দিবাগত রাত একটার দিকে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের চাওয়াই সেতুসংলগ্ন চেকরমারী এলাকায় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পীরগঞ্জ উপজেলা প্রকৌশলী। এর আগে তিনি তেঁতুলিয়ায় কর্মরত ছিলেন। তিনি গতকাল তেঁতুলিয়ায় বেড়াতে এসেছিলেন বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের মধ্যে সমাজসেবা কর্মকর্তা আল আমিনের অবস্থার অবনতি হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর আহত কর্মকর্তাদের দেখতে যান জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম ও পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মধ্যরাতে ইউএনওর সঙ্গে তার গাড়িতে ওই কর্মকর্তারা পঞ্চগড় শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের চাওয়াই সেতু থেকে কিছুটা উত্তর-পশ্চিমে চেকরমারী বাঁকে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এরপর সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে গাড়ির বাঁ পাশের দরজাটি বিচ্ছিন্ন হয়ে যায় এবং বিভিন্ন অংশ দুমড়ে–মুচড়ে যায়। এ সময় প্রকৌশলী আবু সাঈদ গাড়ি থেকে ছিটকে পাশের ঝোঁপে পড়ে ঘটনাস্থলে মারা যান। অপর তিনজন গাড়িতেই আহত অবস্থায় ছিলেন। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন মোল্লা বলেন, অতিরিক্ত গতির কারণে গাড়িটি বাঁকের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা ধারণা করছেন। গাড়িটি তেঁতুলিয়া থেকে পঞ্চগড়ের দিকে যাচ্ছিল। নিহত ব্যক্তির লাশের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।