ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জুলাই সনদ বাস্তবায়নে কোন ষড়যন্ত্র সহ্য করা হবে না: নাহিদ ইসলাম Logo আগামী ৫ জুলাই সরকারি সফরে নবীনগরে আসছেন অর্থ উপদেষ্টা Logo জামায়াতের অনুষ্ঠানে গিয়ে ‘সৎ-যোগ্য’ লোককে ভোট দিতে বললেন ডিএমপি কর্মকর্তা Logo পাবনায় জামায়াত মনোনীত ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ঘোষণা সমাবেশ অনুষ্ঠিত Logo কোন অদৃশ্য শক্তির কারণে জুলাই ঘোষণাপত্র হচ্ছে না?-প্রশ্ন ছাত্রশিবির সভাপতির Logo এখন থেকে পাগলা মসজিদে দান করা যাবে অনলাইনে Logo ছাত্রদল নেতার নির্দেশ: ফেক আইডি খুলে দৈনিক ১০টি করে পোস্ট দিতে হবে Logo সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি Logo নির্বাচনের আগে রাজনৈতিক সংস্কার প্রয়োজন: জামায়াত আমির Logo লক্ষ্মীপুরে রোগীকে হয়রানি করার অভিযোগ উঠেছে ডা.শিপলু সরকারের বিরুদ্ধে

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় এলজিইডি প্রকৌশলী নিহত, ইউএনও সহ আহত ৩

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা প্রকৌশলী আবু সাঈদ (৩৩) নিহত হয়েছেন। এ ঘটনায় তেঁতুলিয়ার ইউএনও ফজলে রাব্বি (৩৩), উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিন (৩১) ও সহকারী প্রোগ্রামার নবিউল করিম সরকার (৩০) গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২ ডিসেম্বর) দিবাগত রাত একটার দিকে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের চাওয়াই সেতুসংলগ্ন চেকরমারী এলাকায় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পীরগঞ্জ উপজেলা প্রকৌশলী। এর আগে তিনি তেঁতুলিয়ায় কর্মরত ছিলেন। তিনি গতকাল তেঁতুলিয়ায় বেড়াতে এসেছিলেন বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের মধ্যে সমাজসেবা কর্মকর্তা আল আমিনের অবস্থার অবনতি হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর আহত কর্মকর্তাদের দেখতে যান জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম ও পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মধ্যরাতে ইউএনওর সঙ্গে তার গাড়িতে ওই কর্মকর্তারা পঞ্চগড় শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের চাওয়াই সেতু থেকে কিছুটা উত্তর-পশ্চিমে চেকরমারী বাঁকে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এরপর সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে গাড়ির বাঁ পাশের দরজাটি বিচ্ছিন্ন হয়ে যায় এবং বিভিন্ন অংশ দুমড়ে–মুচড়ে যায়। এ সময় প্রকৌশলী আবু সাঈদ গাড়ি থেকে ছিটকে পাশের ঝোঁপে পড়ে ঘটনাস্থলে মারা যান। অপর তিনজন গাড়িতেই আহত অবস্থায় ছিলেন। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন মোল্লা বলেন, অতিরিক্ত গতির কারণে গাড়িটি বাঁকের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা ধারণা করছেন। গাড়িটি তেঁতুলিয়া থেকে পঞ্চগড়ের দিকে যাচ্ছিল। নিহত ব্যক্তির লাশের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদ বাস্তবায়নে কোন ষড়যন্ত্র সহ্য করা হবে না: নাহিদ ইসলাম

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় এলজিইডি প্রকৌশলী নিহত, ইউএনও সহ আহত ৩

আপডেট সময় ০১:২৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা প্রকৌশলী আবু সাঈদ (৩৩) নিহত হয়েছেন। এ ঘটনায় তেঁতুলিয়ার ইউএনও ফজলে রাব্বি (৩৩), উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিন (৩১) ও সহকারী প্রোগ্রামার নবিউল করিম সরকার (৩০) গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২ ডিসেম্বর) দিবাগত রাত একটার দিকে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের চাওয়াই সেতুসংলগ্ন চেকরমারী এলাকায় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পীরগঞ্জ উপজেলা প্রকৌশলী। এর আগে তিনি তেঁতুলিয়ায় কর্মরত ছিলেন। তিনি গতকাল তেঁতুলিয়ায় বেড়াতে এসেছিলেন বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের মধ্যে সমাজসেবা কর্মকর্তা আল আমিনের অবস্থার অবনতি হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর আহত কর্মকর্তাদের দেখতে যান জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম ও পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মধ্যরাতে ইউএনওর সঙ্গে তার গাড়িতে ওই কর্মকর্তারা পঞ্চগড় শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের চাওয়াই সেতু থেকে কিছুটা উত্তর-পশ্চিমে চেকরমারী বাঁকে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এরপর সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে গাড়ির বাঁ পাশের দরজাটি বিচ্ছিন্ন হয়ে যায় এবং বিভিন্ন অংশ দুমড়ে–মুচড়ে যায়। এ সময় প্রকৌশলী আবু সাঈদ গাড়ি থেকে ছিটকে পাশের ঝোঁপে পড়ে ঘটনাস্থলে মারা যান। অপর তিনজন গাড়িতেই আহত অবস্থায় ছিলেন। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন মোল্লা বলেন, অতিরিক্ত গতির কারণে গাড়িটি বাঁকের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা ধারণা করছেন। গাড়িটি তেঁতুলিয়া থেকে পঞ্চগড়ের দিকে যাচ্ছিল। নিহত ব্যক্তির লাশের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।