ঢাকা ০২:২২ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জবিতে শিক্ষক-শিক্ষার্থীদের উপর ছাত্রদলের হামলা Logo সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসির ক্ষমতার মেয়াদ আরও ২ মাস বাড়ল Logo এবার ‘শাটডাউন’ ঘোষণা মিটফোর্ড শিক্ষার্থীদের Logo নোয়াখালীতে পানি নিষ্কাসন ও খাল খননের দাবিতে জামায়াতে ইসলামীর মানববন্ধন ও স্মারকলিপি প্রদান Logo এনবিআরের আন্দোলনকে সরকারবিরোধী রূপ দেয়ার ষড়যন্ত্র ছিল: জ্বালানি উপদেষ্টা Logo নৈরাজ্যকারীদের প্রশ্রয় দিচ্ছে সরকার: তারেক রহমান Logo ব্যবসায়ী সোহাগ হত্যা: ছাত্রদল নেতা রবিনের দায়স্বীকার Logo ঢাকাসহ ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা Logo চাঁদাবাজির ভিডিও করতে গিয়ে টঙ্গীতে সাংবাদিক লাঞ্ছিত Logo নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

পিরোজপুর জেলা ছাত্রলীগের কমিটি স্থগিত

বাংলাদেশ ছাত্রলীগ পিরোজপুর জেলা শাখার কমিটি সাময়িক স্থগিত করা হয়েছে। পাশাপাশি মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটিও বিলুপ্ত করা হয়েছে।

শুক্রবার (১ ডিসেম্বর) রাতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক অনিবার্য কারণবশত ছাত্রলীগের পিরোজপুর জেলা শাখার কমিটি সাময়িক স্থগিত করা হয়েছে। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ হওয়ায় মঠবাড়িয়া উপজেলা শাখার আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, গত বছরের ৭ নভেম্বর সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সই করা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অনিরুজ্জামান অনিককে সভাপতি ও ইফতেখার মাহামুদ সজলকে সাধারণ সম্পাদক করে ২০ জনকে সহ-সভাপতি, ছয়জনকে যুগ্ম সাধারণ সম্পাদক ও চারজনকে সাংগঠনিক সম্পাদক করে ৩২ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়।

এর আগে ২০১৮ সালের মে মাসে জাহিদুল ইসলামকে সভাপতি ও অনিরুজ্জামান অনিককে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। ওই কমিটি প্রায় চার বছর তাদের কার্যক্রম চালায়।

স্থানীয় আওয়ামী লীগসহ ছাত্রলীগের একাধিক সূত্র জানায়, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের আগে সংগঠনের কমিটির কার্যক্রম স্থগিত করায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর ওপর এর প্রভাব পড়তে পারে। জেলার তিনটি আসনেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আছেন। স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের দাবি সংগঠনের নতুন কমিটি গঠনের পর থেকে জেলা সদরসহ সব ইউনিটে কার্যক্রম চলছে সুন্দরভাবে। গত এক বছরে কমিটি অনেক গতিশীল ও সুসংগঠিত হয়েছে।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তারা রিসিভ করেননি।

তবে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, পিরোজপুর জেলা ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়েছে। পরে তা আবার ছেড়ে দেওয়া হতে পারে। তবে মঠবাড়িয়া উপজেলার কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জবিতে শিক্ষক-শিক্ষার্থীদের উপর ছাত্রদলের হামলা

পিরোজপুর জেলা ছাত্রলীগের কমিটি স্থগিত

আপডেট সময় ০২:৫৭:০৯ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩

বাংলাদেশ ছাত্রলীগ পিরোজপুর জেলা শাখার কমিটি সাময়িক স্থগিত করা হয়েছে। পাশাপাশি মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটিও বিলুপ্ত করা হয়েছে।

শুক্রবার (১ ডিসেম্বর) রাতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক অনিবার্য কারণবশত ছাত্রলীগের পিরোজপুর জেলা শাখার কমিটি সাময়িক স্থগিত করা হয়েছে। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ হওয়ায় মঠবাড়িয়া উপজেলা শাখার আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, গত বছরের ৭ নভেম্বর সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সই করা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অনিরুজ্জামান অনিককে সভাপতি ও ইফতেখার মাহামুদ সজলকে সাধারণ সম্পাদক করে ২০ জনকে সহ-সভাপতি, ছয়জনকে যুগ্ম সাধারণ সম্পাদক ও চারজনকে সাংগঠনিক সম্পাদক করে ৩২ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়।

এর আগে ২০১৮ সালের মে মাসে জাহিদুল ইসলামকে সভাপতি ও অনিরুজ্জামান অনিককে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। ওই কমিটি প্রায় চার বছর তাদের কার্যক্রম চালায়।

স্থানীয় আওয়ামী লীগসহ ছাত্রলীগের একাধিক সূত্র জানায়, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের আগে সংগঠনের কমিটির কার্যক্রম স্থগিত করায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর ওপর এর প্রভাব পড়তে পারে। জেলার তিনটি আসনেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আছেন। স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের দাবি সংগঠনের নতুন কমিটি গঠনের পর থেকে জেলা সদরসহ সব ইউনিটে কার্যক্রম চলছে সুন্দরভাবে। গত এক বছরে কমিটি অনেক গতিশীল ও সুসংগঠিত হয়েছে।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তারা রিসিভ করেননি।

তবে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, পিরোজপুর জেলা ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়েছে। পরে তা আবার ছেড়ে দেওয়া হতে পারে। তবে মঠবাড়িয়া উপজেলার কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।