ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আবু সাঈদ হত্যা মামলার দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ Logo চবি ছাত্রদলের নেতা মামুনকে আজীবনের জন্য বহিষ্কার করল কেন্দ্রীয় ছাত্রদল Logo নর্থসাউথ শিক্ষার্থীর কোরআন অবমাননার প্রতিবাদে হরগঙ্গায় কোরআন বিতরণ Logo দিনাজপুরে শিবিরকর্মী হত্যা মামলায় উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদকসহ ৫ জন কারাগারে Logo ঢাকায় আসছেন জাকির নায়েক Logo হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশ দিয়েছেন হাসিনা: চিফ প্রসিকিউটর Logo ১৩টি ড্রেজারে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ আ.লীগ-বিএনপি নেতাদের বিরুদ্ধে Logo টিভিতে যে খেলা থাকছে আজ Logo মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সং’ঘর্ষ Logo ১৭ বছর আন্দোলন করেছি বাসস্ট্যান্ড দখলের জন্য নয়: ইশরাক

ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি খোকনকে মেরে পুলিশে দিলো ছাত্রলীগ

জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকনকে মেরে পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্রলীগ।

মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে রাজধানীর মগবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, খোকন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি সম্রাটসহ তার মগবাজার নয়াটোলার বাসায় যাওয়ার পথে মগবাজার মাজারের সামনে ছাত্রলীগের কয়েকজন কর্মী তার পথ রোধ করে। পরে খোকনকে আটক করে জানতে চাওয়া হয়, ‘তুই ছাত্রদলের সাবেক সভাপতি খোকন না?’

এ কথা বলেই ছাত্রলীগের উচ্ছৃঙ্খল কর্মীরা খোকনকে এলোপাতাড়ি মারতে থাকে। পরে অল্প সময়ের মধ্যেই ১৫ থেকে ২০টি মোটরসাইকেলযোগে সেখানে ছাত্রলীগের বেশকিছু কর্মী এসে হাজির হয়।

এ ঘটনার পাঁচ মিনিট পর পুলিশের পোশাকে চারজন দুটি মোটরসাইকেলে এসে আহত খোকনকে তুলে নিয়ে যায়। এ সময় দৌড়ে রক্ষা পান ছাত্রদলের সাবেক নেতা সম্রাট।

এ বিষয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিএনপির কিছু নেতাকর্মী বুধবারের (২৯ নভেম্বর) কর্মসূচির সমর্থনে মগবাজার ওয়ারলেস এলাকায় মিছিলের জন্য জড়ো হচ্ছিলো। খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হলে, তারা দৌড় দিয়ে পালিয়ে যায়। তখন স্থানীয় জনগন খোকন নামে একজনকে আটক করে। বর্তমানে সে হাতিরঝিল থানায় আছে।

প্রসঙ্গত, এক দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে বিএনপি ও যুগপৎ আন্দোলনে থাকা সরকারবিরোধী দলগুলো। তাদের ডাকে ২৪ ঘণ্টার অবরোধ শুরু হচ্ছে বুধবার (২৯ নভেম্বর) থেকে, যা চলবে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল পর্যন্ত। আর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল পালন করবে সরকারবিরোধী দলগুলো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আবু সাঈদ হত্যা মামলার দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি খোকনকে মেরে পুলিশে দিলো ছাত্রলীগ

আপডেট সময় ০৩:৪৫:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকনকে মেরে পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্রলীগ।

মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে রাজধানীর মগবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, খোকন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি সম্রাটসহ তার মগবাজার নয়াটোলার বাসায় যাওয়ার পথে মগবাজার মাজারের সামনে ছাত্রলীগের কয়েকজন কর্মী তার পথ রোধ করে। পরে খোকনকে আটক করে জানতে চাওয়া হয়, ‘তুই ছাত্রদলের সাবেক সভাপতি খোকন না?’

এ কথা বলেই ছাত্রলীগের উচ্ছৃঙ্খল কর্মীরা খোকনকে এলোপাতাড়ি মারতে থাকে। পরে অল্প সময়ের মধ্যেই ১৫ থেকে ২০টি মোটরসাইকেলযোগে সেখানে ছাত্রলীগের বেশকিছু কর্মী এসে হাজির হয়।

এ ঘটনার পাঁচ মিনিট পর পুলিশের পোশাকে চারজন দুটি মোটরসাইকেলে এসে আহত খোকনকে তুলে নিয়ে যায়। এ সময় দৌড়ে রক্ষা পান ছাত্রদলের সাবেক নেতা সম্রাট।

এ বিষয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিএনপির কিছু নেতাকর্মী বুধবারের (২৯ নভেম্বর) কর্মসূচির সমর্থনে মগবাজার ওয়ারলেস এলাকায় মিছিলের জন্য জড়ো হচ্ছিলো। খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হলে, তারা দৌড় দিয়ে পালিয়ে যায়। তখন স্থানীয় জনগন খোকন নামে একজনকে আটক করে। বর্তমানে সে হাতিরঝিল থানায় আছে।

প্রসঙ্গত, এক দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে বিএনপি ও যুগপৎ আন্দোলনে থাকা সরকারবিরোধী দলগুলো। তাদের ডাকে ২৪ ঘণ্টার অবরোধ শুরু হচ্ছে বুধবার (২৯ নভেম্বর) থেকে, যা চলবে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল পর্যন্ত। আর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল পালন করবে সরকারবিরোধী দলগুলো।