জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকনকে মেরে পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্রলীগ।
মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে রাজধানীর মগবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, খোকন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি সম্রাটসহ তার মগবাজার নয়াটোলার বাসায় যাওয়ার পথে মগবাজার মাজারের সামনে ছাত্রলীগের কয়েকজন কর্মী তার পথ রোধ করে। পরে খোকনকে আটক করে জানতে চাওয়া হয়, ‘তুই ছাত্রদলের সাবেক সভাপতি খোকন না?’
এ কথা বলেই ছাত্রলীগের উচ্ছৃঙ্খল কর্মীরা খোকনকে এলোপাতাড়ি মারতে থাকে। পরে অল্প সময়ের মধ্যেই ১৫ থেকে ২০টি মোটরসাইকেলযোগে সেখানে ছাত্রলীগের বেশকিছু কর্মী এসে হাজির হয়।
এ ঘটনার পাঁচ মিনিট পর পুলিশের পোশাকে চারজন দুটি মোটরসাইকেলে এসে আহত খোকনকে তুলে নিয়ে যায়। এ সময় দৌড়ে রক্ষা পান ছাত্রদলের সাবেক নেতা সম্রাট।
এ বিষয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিএনপির কিছু নেতাকর্মী বুধবারের (২৯ নভেম্বর) কর্মসূচির সমর্থনে মগবাজার ওয়ারলেস এলাকায় মিছিলের জন্য জড়ো হচ্ছিলো। খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হলে, তারা দৌড় দিয়ে পালিয়ে যায়। তখন স্থানীয় জনগন খোকন নামে একজনকে আটক করে। বর্তমানে সে হাতিরঝিল থানায় আছে।
প্রসঙ্গত, এক দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে বিএনপি ও যুগপৎ আন্দোলনে থাকা সরকারবিরোধী দলগুলো। তাদের ডাকে ২৪ ঘণ্টার অবরোধ শুরু হচ্ছে বুধবার (২৯ নভেম্বর) থেকে, যা চলবে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল পর্যন্ত। আর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল পালন করবে সরকারবিরোধী দলগুলো।