ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আমরা উচ্চকক্ষে পিআরের পক্ষে, নিম্নকক্ষে পিআরের পক্ষে নই- জামালপুরে সারজিস আলম Logo এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ১৬ অক্টোবর,যে ভাবে দেখবেন Logo ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে “সমাবর্তন” অনুষ্ঠান Logo ঢাবির ছাত্রাবাসের সামনে সংঘর্ষ, নেপথ্যে ঢাকা কলেজ ছাত্রদল কর্মীর দোকান Logo আবু সাঈদ হত্যা মামলার দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ Logo চবি ছাত্রদলের নেতা মামুনকে আজীবনের জন্য বহিষ্কার করল কেন্দ্রীয় ছাত্রদল Logo নর্থসাউথ শিক্ষার্থীর কোরআন অবমাননার প্রতিবাদে হরগঙ্গায় কোরআন বিতরণ Logo দিনাজপুরে শিবিরকর্মী হত্যা মামলায় উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদকসহ ৫ জন কারাগারে Logo ঢাকায় আসছেন জাকির নায়েক Logo হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশ দিয়েছেন হাসিনা: চিফ প্রসিকিউটর

সাকিবের ১ম নির্বচনী শোডাউন

  • আর. আমিন
  • আপডেট সময় ০৩:৩৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
  • 453

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার টিকিট নিয়ে নিজ এলাকায় শোডাউন করলেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় খ্যাত সাকিব আল হাসান।

আজ (২৯ নভেম্বর)বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সড়কপথে গাড়ির বহর নিয়ে মাগুরায় পৌঁছান তিনি। তাঁকে অভ্যর্থনা জানাতে দেশের দক্ষিণ–পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত গড়াই সেতু এলাকায় ভিড় করেন আওয়ামী লীগের নেতা-কর্মীসহ সমর্থকরা। সেখানে মোটরসাইকেলের বহর নিয়ে সাকিবকে অভ্যর্থনা জানানো হয়।

এর আগেও নিজ এলাকা মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসান হিসেবে গিয়েছেন। এবার আওয়ামী লীগের নৌকার মাঝি হয়ে গেলেন। খেলার মাঠ ছেড়ে নির্বাচনী মাঠে ক্রিকেটের অলরাউন্ডার সাকিব আল হাসান শুরুতেই শোডাউন করে নিজের উপস্থিতি জানান দিয়েছেন। খেলার মাঠে ব্যাট,বল আর গ্যালারী মাতিয়ে এবার রাজনীতির মাঠ মাতানোর চ্যালেঞ্জে নেমেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

সাকিবের পরিবার সূত্রে জানা যায়, আজ সকাল ৯টার দিকে ঢাকা থেকে রওনা হন সাকিব। গড়াই সেতু এলাকায় জেলা আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল দলীয় প্রার্থী হিসেবে সাকিবকে অভ্যর্থনা জানায়। সেখান থেকে সাকিব জেলা আওয়ামী লীগের কার্যালয়ে যাবেন। দলীয় কার্যালয়ে নেতা–কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাকিবের মাগুরা পৌর গোরস্থানে যাবেন।

জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাগুরা-১ আসনে (সদরের একাংশ ও শ্রীপুর) আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বেশির ভাগ নেতা-কর্মী বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামানের অনুসারী। ২০১৮ সালের নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব (এপিএস) ছিলেন। সাইফুজ্জামানের বাবা মো. আছাদুজ্জামান মাগুরা-২ আসন থেকে চারবারের সংসদ সদস্য ছিলেন। পুরো মাগুরা জেলায় আওয়ামী লীগের রাজনীতিতে তাঁর প্রভাব রয়েছে।

স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ভাষ্য অনুযায়ী, এবারও মনোনয়ন-দৌড়ে এগিয়ে ছিলেন সাইফুজ্জামান। তবে শেষ মুহূর্তে সাকিব এসে সব হিসাব-নিকাশ বদলে দিয়েছেন। এতে বড় ধরনের ধাক্কা খেয়েছেন বর্তমান সংসদ সদস্যের অনুসারীরা। তবে এখন দল যেহেতু এই ক্রিকেটের বড় তারকাকে মনোনয়ন দিয়েছেন, তার জন্যই সবাই কাজ করবেন বলে জানা যায়।

জনপ্রিয় সংবাদ

আমরা উচ্চকক্ষে পিআরের পক্ষে, নিম্নকক্ষে পিআরের পক্ষে নই- জামালপুরে সারজিস আলম

সাকিবের ১ম নির্বচনী শোডাউন

আপডেট সময় ০৩:৩৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার টিকিট নিয়ে নিজ এলাকায় শোডাউন করলেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় খ্যাত সাকিব আল হাসান।

আজ (২৯ নভেম্বর)বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সড়কপথে গাড়ির বহর নিয়ে মাগুরায় পৌঁছান তিনি। তাঁকে অভ্যর্থনা জানাতে দেশের দক্ষিণ–পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত গড়াই সেতু এলাকায় ভিড় করেন আওয়ামী লীগের নেতা-কর্মীসহ সমর্থকরা। সেখানে মোটরসাইকেলের বহর নিয়ে সাকিবকে অভ্যর্থনা জানানো হয়।

এর আগেও নিজ এলাকা মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসান হিসেবে গিয়েছেন। এবার আওয়ামী লীগের নৌকার মাঝি হয়ে গেলেন। খেলার মাঠ ছেড়ে নির্বাচনী মাঠে ক্রিকেটের অলরাউন্ডার সাকিব আল হাসান শুরুতেই শোডাউন করে নিজের উপস্থিতি জানান দিয়েছেন। খেলার মাঠে ব্যাট,বল আর গ্যালারী মাতিয়ে এবার রাজনীতির মাঠ মাতানোর চ্যালেঞ্জে নেমেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

সাকিবের পরিবার সূত্রে জানা যায়, আজ সকাল ৯টার দিকে ঢাকা থেকে রওনা হন সাকিব। গড়াই সেতু এলাকায় জেলা আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল দলীয় প্রার্থী হিসেবে সাকিবকে অভ্যর্থনা জানায়। সেখান থেকে সাকিব জেলা আওয়ামী লীগের কার্যালয়ে যাবেন। দলীয় কার্যালয়ে নেতা–কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাকিবের মাগুরা পৌর গোরস্থানে যাবেন।

জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাগুরা-১ আসনে (সদরের একাংশ ও শ্রীপুর) আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বেশির ভাগ নেতা-কর্মী বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামানের অনুসারী। ২০১৮ সালের নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব (এপিএস) ছিলেন। সাইফুজ্জামানের বাবা মো. আছাদুজ্জামান মাগুরা-২ আসন থেকে চারবারের সংসদ সদস্য ছিলেন। পুরো মাগুরা জেলায় আওয়ামী লীগের রাজনীতিতে তাঁর প্রভাব রয়েছে।

স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ভাষ্য অনুযায়ী, এবারও মনোনয়ন-দৌড়ে এগিয়ে ছিলেন সাইফুজ্জামান। তবে শেষ মুহূর্তে সাকিব এসে সব হিসাব-নিকাশ বদলে দিয়েছেন। এতে বড় ধরনের ধাক্কা খেয়েছেন বর্তমান সংসদ সদস্যের অনুসারীরা। তবে এখন দল যেহেতু এই ক্রিকেটের বড় তারকাকে মনোনয়ন দিয়েছেন, তার জন্যই সবাই কাজ করবেন বলে জানা যায়।