ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সীমান্তে ‘পুশ ইন’ ঘটনায় প্রতিবাদ জানিয়ে ভারতকে চিঠি বাংলাদেশের Logo চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত মা হাসপাতালে Logo কামরাঙ্গীরচরে বিএনপি নেতার বিরুদ্ধে চুরির অভিযোগ Logo আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করায় উদ্বিগ্ন ভারত Logo আ.লীগ-বিএনপি-জাতীয় পার্টির শাসন দেখার কিছু নেই: চরমোনাই পীর Logo মাস্টার্সে সিজিপিএ ৩.৯৮ পেয়ে প্রথম হলেন জবি শিবির নেতা Logo ক্ষেপণাস্ত্রের কথা ভেবে পাকিস্তান অনেকদিন ঘুমাতে পারবে না: মোদি Logo জাতীয় স্বার্থের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না: বিডা চেয়ারম্যান Logo সুন্দরগঞ্জে প্রেসক্লাবের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত Logo মুক্তাগাছায় আওয়ামী লীগ নেতা ভিপি মানিক গ্রেফতার

ইলন মাস্ককে গাজা সফরের আমন্ত্রণ জানিয়েছে হামাস

ইসরায়েলি বাহিনীর ধ্বংসযজ্ঞ দেখতে মার্কিন ধনকুবের ইলন মাস্ককে গাজা উপত্যকা পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাস।

মঙ্গলবার (২৮ নভেম্বর) হামাসের একজন সিনিয়র কর্মকর্তা ইলন মাস্ককে গাজা পরিদর্শনের এ আমন্ত্রণ জানান।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোমবার ইসরায়েল সফরে যান বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টেসলা, মহাকাশযাত্রা ও গবেষণা উপকরণ প্রস্তুতকারী কোম্পানি স্পেসএক্স এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) মালিক ইলন মাস্ক। ইসরায়েলের তেল আবিবের পাশাপাশি গাজার সঙ্গে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় ইরেজ সীমান্তও পরিদর্শন করেন তিনি। গত ৭ অক্টোবর এই সীমান্তেই হামলা চালিয়েছিল হামাস।

ইসরায়েলে সীমান্ত পরিদর্শনের সময় বিভিন্ন সংবাদমাধ্যমকে মাস্ক বলেন, যুদ্ধের পর গাজা উপত্যকার পুননির্মাণে আমি সহযোগিতা করতে চাই। তবে এর আগে ফিলিস্তিনের সব অঞ্চলকে মৌলবাদী শক্তির প্রভাবমুক্ত করা জরুরি।

সোমবার ইসরায়েল সফরে গিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন ইলন মাস্ক। সেই সাক্ষাতে মাস্ক জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের প্রতি ঘৃণা ছড়ানো এবং উসকানি দেয় এমন সব প্রোপাগান্ডা বন্ধে তাঁর পক্ষে যা যা করা সম্ভব, সবই করবেন তিনি। সফর শেষ করে সোমবারই আমেরিকায় ফিরে যান মাস্ক।

ইলন মাস্কের ইসরায়েল সফরের পরদিন মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হামাসের জেষ্ঠ নেতা ওসামা হামদান বলেন, আমরা তাঁকে গাজায় সফরের আমন্ত্রণ জানাচ্ছি। তিনি যদি আমাদের আমন্ত্রণ রক্ষা করে গাজা সফরে আসেন, তাহলে স্বচক্ষেই দেখতে পাবেন এই উপত্যকার বাসিন্দাদের লক্ষ্য করে কী নির্মম ও ভয়াবহ ধংসযজ্ঞ চালানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সীমান্তে ‘পুশ ইন’ ঘটনায় প্রতিবাদ জানিয়ে ভারতকে চিঠি বাংলাদেশের

ইলন মাস্ককে গাজা সফরের আমন্ত্রণ জানিয়েছে হামাস

আপডেট সময় ১১:৪৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

ইসরায়েলি বাহিনীর ধ্বংসযজ্ঞ দেখতে মার্কিন ধনকুবের ইলন মাস্ককে গাজা উপত্যকা পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাস।

মঙ্গলবার (২৮ নভেম্বর) হামাসের একজন সিনিয়র কর্মকর্তা ইলন মাস্ককে গাজা পরিদর্শনের এ আমন্ত্রণ জানান।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোমবার ইসরায়েল সফরে যান বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টেসলা, মহাকাশযাত্রা ও গবেষণা উপকরণ প্রস্তুতকারী কোম্পানি স্পেসএক্স এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) মালিক ইলন মাস্ক। ইসরায়েলের তেল আবিবের পাশাপাশি গাজার সঙ্গে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় ইরেজ সীমান্তও পরিদর্শন করেন তিনি। গত ৭ অক্টোবর এই সীমান্তেই হামলা চালিয়েছিল হামাস।

ইসরায়েলে সীমান্ত পরিদর্শনের সময় বিভিন্ন সংবাদমাধ্যমকে মাস্ক বলেন, যুদ্ধের পর গাজা উপত্যকার পুননির্মাণে আমি সহযোগিতা করতে চাই। তবে এর আগে ফিলিস্তিনের সব অঞ্চলকে মৌলবাদী শক্তির প্রভাবমুক্ত করা জরুরি।

সোমবার ইসরায়েল সফরে গিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন ইলন মাস্ক। সেই সাক্ষাতে মাস্ক জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের প্রতি ঘৃণা ছড়ানো এবং উসকানি দেয় এমন সব প্রোপাগান্ডা বন্ধে তাঁর পক্ষে যা যা করা সম্ভব, সবই করবেন তিনি। সফর শেষ করে সোমবারই আমেরিকায় ফিরে যান মাস্ক।

ইলন মাস্কের ইসরায়েল সফরের পরদিন মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হামাসের জেষ্ঠ নেতা ওসামা হামদান বলেন, আমরা তাঁকে গাজায় সফরের আমন্ত্রণ জানাচ্ছি। তিনি যদি আমাদের আমন্ত্রণ রক্ষা করে গাজা সফরে আসেন, তাহলে স্বচক্ষেই দেখতে পাবেন এই উপত্যকার বাসিন্দাদের লক্ষ্য করে কী নির্মম ও ভয়াবহ ধংসযজ্ঞ চালানো হয়েছে।