চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশে একটি কয়লা খনিতে দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছে। চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হেইলংজিয়াং প্রদেশের পূর্বে শুয়াংআশান শহরের একটি খনিতে এই দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিলা বিস্ফোরণ এই দুর্ঘটনার কারণ।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে সিসিটিভি। এ দুর্ঘটনায় খনিতে আরও কেউ নিখোঁজ কিংবা আহত হয়েছে কিনা, সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
চলতি বছর চীনের কয়লার খনিগুলোতে বেশ কয়েকবার ভয়াবহ দুঘর্টনা ঘটেছে। নিরাপত্তা মান কঠোর করার জন্য বারবার সরকারি আহ্বান সত্ত্বেও, অনেক খনিতে শ্রমিকদের নিরাপত্তার বিষয় গুরুত্ব দেওয়া হয় না বলে অভিযোগ রয়েছে।