ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু Logo চীনে সেভেন সিস্টার্স নিয়ে যা বলেছিলেন ড. ইউনূস? যেজন্য হতভম্ব ভারত Logo জামায়াতের ঈদ উপলক্ষে প্রীতি ভোজের ঘটনায় বিএনপি – যুবলীগের হামলা Logo শহীদ নাসিব হাসান রিহান-এর পরিবারের সদস্যদের সাথে আমীরে জামায়াতের ঈদ কুশল বিনিময় Logo ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ Logo মিয়ানমারে ভূমিকম্প: ২ হাজার ছাড়াল নিহতের সংখ্যা Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালেদা জিয়া Logo ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পদত্যাগ Logo ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’স্লোগান, বিএনপির সাথে সংঘর্ষ গুলিবিদ্ধ ১ Logo আইপিএলসহ টিভিতে যা দেকবেন আজ

চট্টগ্রামে জামিন না দেওয়ায় বিচারককে জুতা মারলেন আসামী

চট্টগ্রামের একটি আদালতে জামিন না পেয়ে বিচারককে জুতো ছুড়ে মেরেছেন মো. মনির খাঁ মাইকেল (৩১) নামে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার এক আসামি।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে চট্টগ্রামের সাইবার ট্রাইবুনালের বিচারক মোহাম্মদ জহিরুল কবিরের দিকে পরপর দুটো জুতা ছোড়েন এ আসামি। তবে সেগুলো বিচারকের মাথার ওপর দিয়ে পেছনে চলে যায়। চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাইবার ট্রাইব্যুনালে মনির খাঁ ওরফে মাইকেল নামে ওই আসামির জামিন শুনানির দিন ছিল মঙ্গলবার। তাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বিচারক খাস কামরা থেকে এজলাসে এসে বসার মুহূর্তেই আসামি মাইকেল বিচারককে লক্ষ্য করে গালমন্দ করেন এবং একটি জুতা ছুড়ে মারেন। বিচারক বসে যাওয়ায় তার মাথার ওপর দিয়ে জুতাটি পেছনে চলে গেছে, গায়ে লাগেনি। পরপর দুটো জুতা ছুড়ে মারেন ওই আসামি।

পিপি বলেন, আজকে তার জামিন শুনানি হওয়ার কথা ছিল। জামিন আবেদন পেন্ডিং ছিল। আগেও একবার জামিন চেয়েছিল। কিন্তু ওই আবেদন নামঞ্জুর হয়। আজকে বিচারক এজলাসে আসার সঙ্গে সঙ্গে অশ্রাব্য ভাষায় গালমন্দ করেন আসামি। এরপর আমি আদালতকে বলেছি, আসামিকে পুনরায় কারাগারে নিয়ে যাওয়া হোক। তখন পুলিশের সহযোগিতায় তাকে আদালত থেকে নিয়ে যাওয়া হয়। জামিন আবেদনও তার আইনজীবী প্রত্যাহার করে নিয়েছেন।

মামলার নথি সূত্রে জানা গেছে, ফেসবুকে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অভিযোগে মনির খাঁ ওরফে মাইকেলের বিরুদ্ধে ২০২১ সালের ২২ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন থানার এসআই তপু সাহা। অন্য মামলায় আগে থেকে গ্রেফতার হয়ে কারাগারে থাকায় মামলার পরের দিন (২৩ জানুয়ারি) মনিরকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এরপর থেকে কারাগারে আছেন মাইকেল। ২০২১ সালের ২০ জুন ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

এ ঘটনায় চট্টগ্রাম জেলার কোর্ট পরিদর্শক জাকির হোসাইন মাহমুদ বলেন, বিচারককে জুড়ো ছুড়ে মারার পর ওই আসামিকে আদালত থেকে ফিরিয়ে আনা হয়। আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। বিচারক মহোদয়ের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে মামলা দায়ের করা হবে।

জনপ্রিয় সংবাদ

গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু

চট্টগ্রামে জামিন না দেওয়ায় বিচারককে জুতা মারলেন আসামী

আপডেট সময় ০৭:০১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩

চট্টগ্রামের একটি আদালতে জামিন না পেয়ে বিচারককে জুতো ছুড়ে মেরেছেন মো. মনির খাঁ মাইকেল (৩১) নামে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার এক আসামি।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে চট্টগ্রামের সাইবার ট্রাইবুনালের বিচারক মোহাম্মদ জহিরুল কবিরের দিকে পরপর দুটো জুতা ছোড়েন এ আসামি। তবে সেগুলো বিচারকের মাথার ওপর দিয়ে পেছনে চলে যায়। চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাইবার ট্রাইব্যুনালে মনির খাঁ ওরফে মাইকেল নামে ওই আসামির জামিন শুনানির দিন ছিল মঙ্গলবার। তাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বিচারক খাস কামরা থেকে এজলাসে এসে বসার মুহূর্তেই আসামি মাইকেল বিচারককে লক্ষ্য করে গালমন্দ করেন এবং একটি জুতা ছুড়ে মারেন। বিচারক বসে যাওয়ায় তার মাথার ওপর দিয়ে জুতাটি পেছনে চলে গেছে, গায়ে লাগেনি। পরপর দুটো জুতা ছুড়ে মারেন ওই আসামি।

পিপি বলেন, আজকে তার জামিন শুনানি হওয়ার কথা ছিল। জামিন আবেদন পেন্ডিং ছিল। আগেও একবার জামিন চেয়েছিল। কিন্তু ওই আবেদন নামঞ্জুর হয়। আজকে বিচারক এজলাসে আসার সঙ্গে সঙ্গে অশ্রাব্য ভাষায় গালমন্দ করেন আসামি। এরপর আমি আদালতকে বলেছি, আসামিকে পুনরায় কারাগারে নিয়ে যাওয়া হোক। তখন পুলিশের সহযোগিতায় তাকে আদালত থেকে নিয়ে যাওয়া হয়। জামিন আবেদনও তার আইনজীবী প্রত্যাহার করে নিয়েছেন।

মামলার নথি সূত্রে জানা গেছে, ফেসবুকে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অভিযোগে মনির খাঁ ওরফে মাইকেলের বিরুদ্ধে ২০২১ সালের ২২ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন থানার এসআই তপু সাহা। অন্য মামলায় আগে থেকে গ্রেফতার হয়ে কারাগারে থাকায় মামলার পরের দিন (২৩ জানুয়ারি) মনিরকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এরপর থেকে কারাগারে আছেন মাইকেল। ২০২১ সালের ২০ জুন ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

এ ঘটনায় চট্টগ্রাম জেলার কোর্ট পরিদর্শক জাকির হোসাইন মাহমুদ বলেন, বিচারককে জুড়ো ছুড়ে মারার পর ওই আসামিকে আদালত থেকে ফিরিয়ে আনা হয়। আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। বিচারক মহোদয়ের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে মামলা দায়ের করা হবে।