ঢাকা ১২:১৩ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ক্লাসের সময় বেঞ্চে প্রধান শিক্ষকে ঘুম,ভিডিও করলেন ইউএনও Logo টানা বৃষ্টি নিয়ে যে বার্তা আবহাওয়া অফিসের Logo সুন্দরগঞ্জে সেতু আছে, নেই সংযোগ সড়ক,ভোগান্তিতে শিক্ষার্থী-জনগণ Logo ভালুকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই জনের Logo জাকসু নির্বাচনে ভিপি পদে স্বতন্ত্র -ছাত্রশিবিরে হাড্ডাহাড্ডি লড়াই, জিএসে এগিয়ে শিবিরের মাজহার Logo লন্ডনে মাহফুজ আলমের আ. লীগের ওপর হামলার চেষ্টা Logo দলবাজি শিক্ষক ও শিক্ষাঙ্গনের নন্দিত অবস্থা: সাবেক ছাত্রের অভিজ্ঞতা Logo সীরাতুন্নবী (সা.) উপলক্ষে জামায়াতের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত Logo চার দাবিতে যুগপৎ আন্দোলনে যাচ্ছে জামায়াত, এনসিপিসহ আট দল Logo আজ হবে উদ্বোধন বায়তুল মোকাররমে ইসলামি বইমেলা

স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র নিলেন সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী

সুনামগঞ্জ-২ আসনে (দিরাই ও শাল্লা) বর্তমান সংসদ সদস্য জয়া সেনগুপ্তা আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বেলা দেড়টায় তার পক্ষে দিরাই উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

জয়া সেনগুপ্তা আওয়ামী লীগের প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী। সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুর পর ২০১৭ সালের উপনির্বাচনে নৌকা নিয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০১৮ সালের নির্বাচনে আবার নৌকা নিয়ে সংসদ সদস্য হন। তবে এবার তিনি আর নৌকা পাননি।

এই আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যানের পদ থেকে সদ্য পদত্যাগ করা চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ। তিনি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ছোট ভাই। তাঁদের বাবা আবদুল মান্নান চৌধুরী শাল্লা উপজেলায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

দলীয় নেতা-কর্মীরা বলেন, দিরাই-শাল্লার এই আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত। ১৯৯৬ সালে আবদুল্লাহ আল মাহমুদের বাবা রাজনীতি থেকে অবসর নেন। তখন তিনি সুরঞ্জিত সেনগুপ্তের হাত ধরে এলাকায় আওয়ামী লীগের নেতৃত্বে সক্রিয় হন। ২০১৪ সালে শাল্লা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে আবদুল্লাহ আল মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১৯ সালে শাল্লা উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা মার্কা নিয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হন।

দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন বলেন, এই আসনে সুরঞ্জিত সেনগুপ্তের হাজারো কর্মী-সমর্থক আছেন। সবাই চান, জয়া সেনগুপ্তা এবারের নির্বাচনে অংশ নেন। তাঁর সম্মতিতেই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

এ ব্যাপারে কথা বলার জন্য জয়া সেনগুপ্তার মুঠোফোনে যোগাযোগ করলে তিনি পরে কথা বলবেন বলে জানান।

জনপ্রিয় সংবাদ

ক্লাসের সময় বেঞ্চে প্রধান শিক্ষকে ঘুম,ভিডিও করলেন ইউএনও

স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র নিলেন সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী

আপডেট সময় ০৬:২৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩

সুনামগঞ্জ-২ আসনে (দিরাই ও শাল্লা) বর্তমান সংসদ সদস্য জয়া সেনগুপ্তা আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বেলা দেড়টায় তার পক্ষে দিরাই উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

জয়া সেনগুপ্তা আওয়ামী লীগের প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী। সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুর পর ২০১৭ সালের উপনির্বাচনে নৌকা নিয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০১৮ সালের নির্বাচনে আবার নৌকা নিয়ে সংসদ সদস্য হন। তবে এবার তিনি আর নৌকা পাননি।

এই আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যানের পদ থেকে সদ্য পদত্যাগ করা চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ। তিনি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ছোট ভাই। তাঁদের বাবা আবদুল মান্নান চৌধুরী শাল্লা উপজেলায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

দলীয় নেতা-কর্মীরা বলেন, দিরাই-শাল্লার এই আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত। ১৯৯৬ সালে আবদুল্লাহ আল মাহমুদের বাবা রাজনীতি থেকে অবসর নেন। তখন তিনি সুরঞ্জিত সেনগুপ্তের হাত ধরে এলাকায় আওয়ামী লীগের নেতৃত্বে সক্রিয় হন। ২০১৪ সালে শাল্লা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে আবদুল্লাহ আল মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১৯ সালে শাল্লা উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা মার্কা নিয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হন।

দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন বলেন, এই আসনে সুরঞ্জিত সেনগুপ্তের হাজারো কর্মী-সমর্থক আছেন। সবাই চান, জয়া সেনগুপ্তা এবারের নির্বাচনে অংশ নেন। তাঁর সম্মতিতেই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

এ ব্যাপারে কথা বলার জন্য জয়া সেনগুপ্তার মুঠোফোনে যোগাযোগ করলে তিনি পরে কথা বলবেন বলে জানান।