ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জাতীয় সেমিনার করবে জামায়াতে ইসলামী Logo অনেক রাজনৈতিক দল মুখে সংস্কারের কথা বললেও অন্তরে ফ্যাসিবাদ লালন করছে: ভিপি নুর Logo নিখোঁজের ৩৭ ঘণ্টা পর ম্যানহোলে পড়া সেই নারীর লাশ উদ্ধার Logo রাঙামাটিতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার: আইএসপিআর Logo থাইল্যান্ড-কম্বোডিয়ার যুদ্ধবিরতিতে বাংলাদেশের স্বাগত Logo মুন্সীগঞ্জের মেঘনায় বালুমহল নিয়ন্ত্রণ নিয়ে নয়ন-পিয়াস গ্রুপের গুলিতে নিহত স্যুটার মান্নান, গুলিবিদ্ধ-১ Logo চাঁদাবাজির সময় কালা মানিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ Logo দুই কিশোরকে মারধরের পরে বয়স ১৮ বছর দেখিয়ে মামলা Logo প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ Logo হঠাৎ সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

বিএনপি নেতা হাবিব উন নবী সোহেলের বাসায় পুলিশ পরিচয়ে তল্লাশি

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের বাসায় পুলিশ পরিচয়ে তল্লাশি চালানো হয়েছে। এ সময় সোহেলের একজন আত্মীয়কে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে রাজধানীর শান্তিনগরে হাবীবুল্লাহ্‌ বাহার কলেজ সংলগ্ন এলাকায় সোহেল খানের বাসায় এ তল্লাশি চালানো হয়।

ওই সময় ঘটনাস্থলে ছিলেন সোহেলের ব্যক্তিগত কর্মকর্তা সুমন হোসেন। তিনি বলেন, সন্ধ্যায় তানভীর আহমেদ নামে সোহেলের একজন আত্মীয় ওই বাসায় আসছিলেন। পথে কয়েকজন ব্যক্তি তাকে আটকান। পরে তানভীরকে নিয়েই ১৫-২০ জন ব্যক্তি সোহেলের বাসায় আসেন।

সুমন হোসেন বলেন, ওই ব্যক্তিরা নিজেদের পুলিশের সদস্য বলে পরিচয় দেন। তবে তারা সাদা পোশাকে ছিলেন। তাদের কাছে ওয়াকিটকিও ছিল না। তারা বাসায় ঢুকে দুটি কক্ষে তল্লাশি চালান। পরে তানভীরকে সঙ্গে করে নিয়ে যান। তানভীরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তা আমরা জানতে পারিনি। কারা তাঁকে ধরে নিয়ে গেল সে বিষয়েও নিশ্চিত না।

এদিকে পুলিশের একটি সূত্র জানিয়েছে, বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেলের বাসায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অভিযানে গিয়েছিল। তবে এ বিষয়ে ডিবির কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

বেশ কয়েকটি মামলার আসামি হাবিব উন নবী খান সোহেল পলাতক আছেন। সর্বশেষ গত ২০ নভেম্বর নাশকতার একটি মামলায় হাবিব উন নবী খান সোহেলকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জাতীয় সেমিনার করবে জামায়াতে ইসলামী

বিএনপি নেতা হাবিব উন নবী সোহেলের বাসায় পুলিশ পরিচয়ে তল্লাশি

আপডেট সময় ০৩:০২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের বাসায় পুলিশ পরিচয়ে তল্লাশি চালানো হয়েছে। এ সময় সোহেলের একজন আত্মীয়কে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে রাজধানীর শান্তিনগরে হাবীবুল্লাহ্‌ বাহার কলেজ সংলগ্ন এলাকায় সোহেল খানের বাসায় এ তল্লাশি চালানো হয়।

ওই সময় ঘটনাস্থলে ছিলেন সোহেলের ব্যক্তিগত কর্মকর্তা সুমন হোসেন। তিনি বলেন, সন্ধ্যায় তানভীর আহমেদ নামে সোহেলের একজন আত্মীয় ওই বাসায় আসছিলেন। পথে কয়েকজন ব্যক্তি তাকে আটকান। পরে তানভীরকে নিয়েই ১৫-২০ জন ব্যক্তি সোহেলের বাসায় আসেন।

সুমন হোসেন বলেন, ওই ব্যক্তিরা নিজেদের পুলিশের সদস্য বলে পরিচয় দেন। তবে তারা সাদা পোশাকে ছিলেন। তাদের কাছে ওয়াকিটকিও ছিল না। তারা বাসায় ঢুকে দুটি কক্ষে তল্লাশি চালান। পরে তানভীরকে সঙ্গে করে নিয়ে যান। তানভীরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তা আমরা জানতে পারিনি। কারা তাঁকে ধরে নিয়ে গেল সে বিষয়েও নিশ্চিত না।

এদিকে পুলিশের একটি সূত্র জানিয়েছে, বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেলের বাসায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অভিযানে গিয়েছিল। তবে এ বিষয়ে ডিবির কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

বেশ কয়েকটি মামলার আসামি হাবিব উন নবী খান সোহেল পলাতক আছেন। সর্বশেষ গত ২০ নভেম্বর নাশকতার একটি মামলায় হাবিব উন নবী খান সোহেলকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত।