ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জুলাই সনদে স্বাক্ষর শুক্রবার, ফেব্রুয়ারিতে নির্বাচন: প্রধান উপদেষ্টা Logo ‘পিআর পদ্ধতি সংযোজন ও গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া জরুরি’ Logo শিক্ষকের উপর পুলিশী হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo মুন্সীগঞ্জে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে জামায়াতের মানববন্ধন Logo চাকসু নির্বাচন: ভোট গ্রহণের পর কেন্দ্র পাহারায় ছাত্রীরা Logo সুন্দরগঞ্জে সরকারি হাসপাতালে অ্যানথ্রাক্স চিকিৎসায় অনীহা, বিপাকে রোগীরা Logo মুগ্ধতা ছড়িয়ে বিদায় নিলেন শাজাহানপুর উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান Logo পাকিস্তান-আফগানিস্তান ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত Logo জকসু নির্বাচন উপলক্ষ্যে নিরাপত্তা ও প্রস্তুতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত Logo দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩২ বিলিয়ন ডলার

বিএনপি নেতা হাবিব উন নবী সোহেলের বাসায় পুলিশ পরিচয়ে তল্লাশি

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের বাসায় পুলিশ পরিচয়ে তল্লাশি চালানো হয়েছে। এ সময় সোহেলের একজন আত্মীয়কে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে রাজধানীর শান্তিনগরে হাবীবুল্লাহ্‌ বাহার কলেজ সংলগ্ন এলাকায় সোহেল খানের বাসায় এ তল্লাশি চালানো হয়।

ওই সময় ঘটনাস্থলে ছিলেন সোহেলের ব্যক্তিগত কর্মকর্তা সুমন হোসেন। তিনি বলেন, সন্ধ্যায় তানভীর আহমেদ নামে সোহেলের একজন আত্মীয় ওই বাসায় আসছিলেন। পথে কয়েকজন ব্যক্তি তাকে আটকান। পরে তানভীরকে নিয়েই ১৫-২০ জন ব্যক্তি সোহেলের বাসায় আসেন।

সুমন হোসেন বলেন, ওই ব্যক্তিরা নিজেদের পুলিশের সদস্য বলে পরিচয় দেন। তবে তারা সাদা পোশাকে ছিলেন। তাদের কাছে ওয়াকিটকিও ছিল না। তারা বাসায় ঢুকে দুটি কক্ষে তল্লাশি চালান। পরে তানভীরকে সঙ্গে করে নিয়ে যান। তানভীরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তা আমরা জানতে পারিনি। কারা তাঁকে ধরে নিয়ে গেল সে বিষয়েও নিশ্চিত না।

এদিকে পুলিশের একটি সূত্র জানিয়েছে, বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেলের বাসায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অভিযানে গিয়েছিল। তবে এ বিষয়ে ডিবির কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

বেশ কয়েকটি মামলার আসামি হাবিব উন নবী খান সোহেল পলাতক আছেন। সর্বশেষ গত ২০ নভেম্বর নাশকতার একটি মামলায় হাবিব উন নবী খান সোহেলকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জুলাই সনদে স্বাক্ষর শুক্রবার, ফেব্রুয়ারিতে নির্বাচন: প্রধান উপদেষ্টা

বিএনপি নেতা হাবিব উন নবী সোহেলের বাসায় পুলিশ পরিচয়ে তল্লাশি

আপডেট সময় ০৩:০২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের বাসায় পুলিশ পরিচয়ে তল্লাশি চালানো হয়েছে। এ সময় সোহেলের একজন আত্মীয়কে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে রাজধানীর শান্তিনগরে হাবীবুল্লাহ্‌ বাহার কলেজ সংলগ্ন এলাকায় সোহেল খানের বাসায় এ তল্লাশি চালানো হয়।

ওই সময় ঘটনাস্থলে ছিলেন সোহেলের ব্যক্তিগত কর্মকর্তা সুমন হোসেন। তিনি বলেন, সন্ধ্যায় তানভীর আহমেদ নামে সোহেলের একজন আত্মীয় ওই বাসায় আসছিলেন। পথে কয়েকজন ব্যক্তি তাকে আটকান। পরে তানভীরকে নিয়েই ১৫-২০ জন ব্যক্তি সোহেলের বাসায় আসেন।

সুমন হোসেন বলেন, ওই ব্যক্তিরা নিজেদের পুলিশের সদস্য বলে পরিচয় দেন। তবে তারা সাদা পোশাকে ছিলেন। তাদের কাছে ওয়াকিটকিও ছিল না। তারা বাসায় ঢুকে দুটি কক্ষে তল্লাশি চালান। পরে তানভীরকে সঙ্গে করে নিয়ে যান। তানভীরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তা আমরা জানতে পারিনি। কারা তাঁকে ধরে নিয়ে গেল সে বিষয়েও নিশ্চিত না।

এদিকে পুলিশের একটি সূত্র জানিয়েছে, বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেলের বাসায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অভিযানে গিয়েছিল। তবে এ বিষয়ে ডিবির কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

বেশ কয়েকটি মামলার আসামি হাবিব উন নবী খান সোহেল পলাতক আছেন। সর্বশেষ গত ২০ নভেম্বর নাশকতার একটি মামলায় হাবিব উন নবী খান সোহেলকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত।