নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান বলেছেন, ‘পশ্চিমা দেশের কোনো চাপ মোটেও নেই। যেটা আছে, সেটা রাজনৈতিক সমস্যা। আমাদের সমস্যা না। আমাদের প্রতি কোনো চাপ নেই। দেশের প্রতি চাপ আছে কিনা আমি জানি না। সেটা সরকার বুঝবে, সেটা রাজনৈতিক ব্যক্তিরা বুঝবেন।’
সোমবার (২৭ নভেম্বর) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
আহসান হাবিব বলেন, ‘আমরা একবারও বলিনি তফসিল পেছানোর কথা। সব দল অংশগ্রহণ করুক এটা আমাদের মনে প্রাণে চাওয়া। আমাদের বাধ্যবাধকতা রয়েছে ২৮ জানুয়ারির মধ্যে শপথ নেওয়াতে হবে। সময় থাকলে আমরা কমিশন বসে আলোচনা করবো, আমাদের টাইম ফ্রেমের মধ্যে যদি সম্ভব হয় অবশ্যই করবো।’
তিনি আরও বলেন, ‘একটি গণতান্ত্রিক দেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নির্বাচন। সারাদেশের মানুষ, রাজনৈতিক দলসহ সবার চাওয়া একটি সুষ্ঠু নির্বাচন। আর সাংবিধানিকভাবে এই গুরুদায়িত্ব নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত। শপথ নেওয়ার পর থেকে আমাদের একমাত্র লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়া। আমাদের আন্তরিক প্রচেষ্টা রয়েছে একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন করার।’
নির্বাচন কমিশনার আহসান হাবিব বলেন, ‘কোনো দল নির্বাচনের তফসিল পেছানোর আবেদন করলে আমরা কমিশনের মিটিংয়ে বিবেচনা করার চেষ্টা করবো। আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেবো।’
তিনি বলেন, ‘ইভিএম যখন ছিল আমাদের একটা কন্ট্রোল ছিল। ব্যালটেও সঠিকভাবে নির্বাচন করা সম্ভব। সবার সহযোগিতায় এমন একটা নির্বাচন উপহার দেবো যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদাহরণ হয়ে থাকবে। ভবিষ্যতে যারা নির্বাচন করতে আসবেন তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করে নতুন পথ অবলম্বন করে আরো ভালো করবেন ইনশাআল্লাহ। এবারের নির্বাচনে ভোটার পার্সেন্টেজ ভালো হবে বলে আমরা আশা করি।’