ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা Logo কামিন্দুর ফিফটিতে ১৩৩ রানের চ্যালেঞ্জিং পুঁজি লঙ্কানদের Logo বসতবাড়িতে ছাত্রদল নেতার নেতৃত্বে হামলার অভিযোগ, আহত ৩ Logo এই সময় -কে সাক্ষাৎকার বিতর্কের মধ্যেই মির্জা ফখরুল-অনমিত্রের ছবি প্রকাশ Logo ডেঙ্গুতে আক্রান্ত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি Logo জবি ছাত্রদলের উদ্যোগে ৩ দিনব্যাপী জরুরি স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ Logo বিএনপি ভারতমুখী হলে আমরা তাদের উচিত শিক্ষা দেব: নাসীরুদ্দীন Logo গালির জবাবে দোয়া হবে আমাদের কর্মসূচি : জামায়াত আমির Logo জামায়াতকে আর মাথায় উঠতে দেব না, ভারতীয় মিডিয়াকে মির্জা ফখরুল Logo নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার দাবি জামায়াতের

পঞ্চগড়ে নৌকার মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে নাঈমুজ্জামান ভুইয়া (মুক্তার) কে। তার মনোনয়ন বাতিল চেয়ে সংবাদ সম্মেলন করেছে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সোমবার (২৭ নভেম্বর) বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই সংবাদ সম্মেলন। এরপর তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মজাহারুল হক প্রধান, সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট ও আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান তৌহিদুল ইসলাম। দ্বাদশ জাতীয় নির্বাচনে তারা আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম কেনেন। মনোনয়ন না পাওয়ায় গতকাল রোববার (২৬ নভেম্বর) বিকেল থেকেই তাদের সমর্থকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

সংবাদ সম্মেলনে মনোনয়নের বিরোধিতা করে বক্তারা বলেন, দলের দুর্দিনে আমরাই দলের হয়ে কাজ করে আসছি। সব সময় মাঠে কাজ করেছি। কিন্তু নাঈমুজ্জামান মুক্তা কখনোই মাঠে রাজনীতি করেননি। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি করতেন। নির্বাচনের কিছুদিন আগে রাজনীতিতে নামেন। ঢাকা থেকে কৌশলে আওয়ামী লীগের সহ-সভাপতি হয়েছেন।

এ সময় বক্তারা আরও বলেন, গত নির্বাচনে মুক্তা নৌকার বিরোধিতা করেছেন। তেঁতুলিয়া উপজেলা পরিষদ নির্বাচনের সময়ও তিনি বিরোধিতা করে নৌকার বিপক্ষে কাপ পিরিচ মার্কায় প্রার্থী তৈরি করে নির্বাচন করেছিলেন। তার মনোনয়ন প্রত্যাহার করা না হলে কেউ নির্বাচনে যাবে না। মুক্তা একজন হাইব্রিড নেতা। তাই মুক্তার মনোনয়নের বিষয়টি পুনরায় বিবেচনা করার দাবি জানান তারা।

সংবাদ সম্মেলন শেষে একটি বিক্ষোভ মিছিল করে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে অবরোধ করেন তারা। এতে সড়কে আটকা পড়েছে শতশত যানবাহন।

উল্লেখ, দ্বাদশ জাতীয় নির্বাচনে পঞ্চগড় দুটি আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম কেনেন ১৫ জন। এতে পঞ্চগড়-১ আসনে নাঈমুজ্জামান ভুইয়া (মুক্তা) ও পঞ্চগড়-২ আসন থেকে মনোনয়ন দেওয়া হয় বর্তমান রেলমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনকে।

মনোনয়ন না পাওয়ায় রোববার বিকেল ৫টার পর পঞ্চগড়-ঢাকা মহাসড়ক, তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ করে বিক্ষোভ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, এমপি মজাহারুল হক প্রধান ও আটোয়ারী তৌহিদুল ইসলামের কর্মী-সমর্থকরা। এতে রোববার বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত তেঁতুলিয়া-পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের বিভিন্ন স্থানে সড়ক অবরোধের কারণে আটকা পড়ে শতশত যানবাহন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা

পঞ্চগড়ে নৌকার মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ

আপডেট সময় ০৭:১৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে নাঈমুজ্জামান ভুইয়া (মুক্তার) কে। তার মনোনয়ন বাতিল চেয়ে সংবাদ সম্মেলন করেছে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সোমবার (২৭ নভেম্বর) বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই সংবাদ সম্মেলন। এরপর তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মজাহারুল হক প্রধান, সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট ও আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান তৌহিদুল ইসলাম। দ্বাদশ জাতীয় নির্বাচনে তারা আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম কেনেন। মনোনয়ন না পাওয়ায় গতকাল রোববার (২৬ নভেম্বর) বিকেল থেকেই তাদের সমর্থকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

সংবাদ সম্মেলনে মনোনয়নের বিরোধিতা করে বক্তারা বলেন, দলের দুর্দিনে আমরাই দলের হয়ে কাজ করে আসছি। সব সময় মাঠে কাজ করেছি। কিন্তু নাঈমুজ্জামান মুক্তা কখনোই মাঠে রাজনীতি করেননি। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি করতেন। নির্বাচনের কিছুদিন আগে রাজনীতিতে নামেন। ঢাকা থেকে কৌশলে আওয়ামী লীগের সহ-সভাপতি হয়েছেন।

এ সময় বক্তারা আরও বলেন, গত নির্বাচনে মুক্তা নৌকার বিরোধিতা করেছেন। তেঁতুলিয়া উপজেলা পরিষদ নির্বাচনের সময়ও তিনি বিরোধিতা করে নৌকার বিপক্ষে কাপ পিরিচ মার্কায় প্রার্থী তৈরি করে নির্বাচন করেছিলেন। তার মনোনয়ন প্রত্যাহার করা না হলে কেউ নির্বাচনে যাবে না। মুক্তা একজন হাইব্রিড নেতা। তাই মুক্তার মনোনয়নের বিষয়টি পুনরায় বিবেচনা করার দাবি জানান তারা।

সংবাদ সম্মেলন শেষে একটি বিক্ষোভ মিছিল করে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে অবরোধ করেন তারা। এতে সড়কে আটকা পড়েছে শতশত যানবাহন।

উল্লেখ, দ্বাদশ জাতীয় নির্বাচনে পঞ্চগড় দুটি আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম কেনেন ১৫ জন। এতে পঞ্চগড়-১ আসনে নাঈমুজ্জামান ভুইয়া (মুক্তা) ও পঞ্চগড়-২ আসন থেকে মনোনয়ন দেওয়া হয় বর্তমান রেলমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনকে।

মনোনয়ন না পাওয়ায় রোববার বিকেল ৫টার পর পঞ্চগড়-ঢাকা মহাসড়ক, তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ করে বিক্ষোভ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, এমপি মজাহারুল হক প্রধান ও আটোয়ারী তৌহিদুল ইসলামের কর্মী-সমর্থকরা। এতে রোববার বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত তেঁতুলিয়া-পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের বিভিন্ন স্থানে সড়ক অবরোধের কারণে আটকা পড়ে শতশত যানবাহন।