ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শান্তিপূর্ণভাবে শেষ হলো ৩৮তম ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ Logo তোপের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী Logo ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছে ছাত্রদল : নুরুল ইসলাম সাদ্দাম Logo ডাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতির লাইভ শেষে সাংবাদিকের মৃত্যু Logo দুপুরের মধ্যেই অধিকাংশ ভোট কাস্ট, চাপ নেই ভোটারের Logo আপনি পদত্যাগ করলে আমার কী, নারী সহকারী প্রক্টরকে তানভির বারী হামিম Logo আপনি পদত্যাগ করলে আমার কী, নারী সহকারী প্রক্টরকে হামিম Logo সাদিক-ফরহাদের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ আবিদুলের Logo ছাত্রদলের ব্যালট নম্বরে স্টাফ ক্রস দিয়েছেন, অভিযোগ সাদিক কায়েমের Logo আবিদকে জড়িয়ে ধরে বিজ্ঞান অনুষদের ডিন: ‘সব খবর ভালো’

বিএনপি অংশ না নিলেও নির্বাচন অংশগ্রহণমূলক হবে: ইসলামী ঐক্যজোট

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০০ আসনে প্রার্থী দিয়ে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে সম্মিলিত ইসলামী ঐক্যজোট। এসময় তারা বলেন, বিএনপি অংশ না নিলেও নির্বাচন অংশগ্রহণমূলক হবে।

সোমবার (২৭ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জোটের নেতারা।

সংবাদ সম্মেলনে জোট নেতারা নির্বাচনী তফসিল আরও কমপক্ষে ১০ দিন পেছানোর অনুরোধ জানান। নির্বাচন তফসিল পেছানো হলে ৩০০ আসনেই নির্বাচন করবেন বলেও ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জোটের মহাসচিব ও ইসলামিক মুভমেন্ট বাংলাদেশের চেয়ারম্যান অ্যাডভোকেট খায়রুল আহসান বলেন, বিএনপি-জামায়াত নির্বাচনে না এলেও নির্বাচন সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ হবে। এ সময় তিনি দেশের স্বার্থে বিএনপিসহ সব নিবন্ধিত রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান।

জোট নেতারা জানান, বর্তমানে ২০০ আসনে প্রার্থী দেয়ার সক্ষমতা রয়েছে সম্মিলিত ইসলামী ঐক্যজোটের। তফসিলের সময় বাড়ানো হলে ৩০০ আসনেই প্রার্থী দিতে পারবেন তারা।

বাংলাদেশ ইসলামিক লিবারেল পার্টির চেয়ারম্যান মাওলানা আতাউর রহমান আতিকীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নেজামে ইসলাম বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা হারিছুল হক, বাংলাদেশ জনসেবা আন্দোলনের চেয়ারম্যান মাওলানা ইয়ামিন হোসাইন আজমী, বাংলাদেশ মুসলিম জনতা পার্টির চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, বাংলাদেশ ইসলামিক ডেমোক্রেটিক ফোরামের চেয়ারম্যান অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতৃত্বে জোটের মধ্যে থাকা অন্য দলগুলো হলো- ইসলামিক মুভমেন্ট বাংলাদেশ, নেজামে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ জনসেবা আন্দোলন, বাংলাদেশ ইসলামিক লিবারেল পার্টি, বাংলাদেশ মুসলিম জনতা পার্টি, বাংলাদেশ ইসলামিক ডেমোক্রেটিক ফোরাম, বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টি।

জনপ্রিয় সংবাদ

শান্তিপূর্ণভাবে শেষ হলো ৩৮তম ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ

বিএনপি অংশ না নিলেও নির্বাচন অংশগ্রহণমূলক হবে: ইসলামী ঐক্যজোট

আপডেট সময় ০৫:৩৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০০ আসনে প্রার্থী দিয়ে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে সম্মিলিত ইসলামী ঐক্যজোট। এসময় তারা বলেন, বিএনপি অংশ না নিলেও নির্বাচন অংশগ্রহণমূলক হবে।

সোমবার (২৭ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জোটের নেতারা।

সংবাদ সম্মেলনে জোট নেতারা নির্বাচনী তফসিল আরও কমপক্ষে ১০ দিন পেছানোর অনুরোধ জানান। নির্বাচন তফসিল পেছানো হলে ৩০০ আসনেই নির্বাচন করবেন বলেও ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জোটের মহাসচিব ও ইসলামিক মুভমেন্ট বাংলাদেশের চেয়ারম্যান অ্যাডভোকেট খায়রুল আহসান বলেন, বিএনপি-জামায়াত নির্বাচনে না এলেও নির্বাচন সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ হবে। এ সময় তিনি দেশের স্বার্থে বিএনপিসহ সব নিবন্ধিত রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান।

জোট নেতারা জানান, বর্তমানে ২০০ আসনে প্রার্থী দেয়ার সক্ষমতা রয়েছে সম্মিলিত ইসলামী ঐক্যজোটের। তফসিলের সময় বাড়ানো হলে ৩০০ আসনেই প্রার্থী দিতে পারবেন তারা।

বাংলাদেশ ইসলামিক লিবারেল পার্টির চেয়ারম্যান মাওলানা আতাউর রহমান আতিকীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নেজামে ইসলাম বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা হারিছুল হক, বাংলাদেশ জনসেবা আন্দোলনের চেয়ারম্যান মাওলানা ইয়ামিন হোসাইন আজমী, বাংলাদেশ মুসলিম জনতা পার্টির চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, বাংলাদেশ ইসলামিক ডেমোক্রেটিক ফোরামের চেয়ারম্যান অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতৃত্বে জোটের মধ্যে থাকা অন্য দলগুলো হলো- ইসলামিক মুভমেন্ট বাংলাদেশ, নেজামে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ জনসেবা আন্দোলন, বাংলাদেশ ইসলামিক লিবারেল পার্টি, বাংলাদেশ মুসলিম জনতা পার্টি, বাংলাদেশ ইসলামিক ডেমোক্রেটিক ফোরাম, বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টি।