ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জাতীয় সেমিনার করবে জামায়াতে ইসলামী Logo অনেক রাজনৈতিক দল মুখে সংস্কারের কথা বললেও অন্তরে ফ্যাসিবাদ লালন করছে: ভিপি নুর Logo নিখোঁজের ৩৭ ঘণ্টা পর ম্যানহোলে পড়া সেই নারীর লাশ উদ্ধার Logo রাঙামাটিতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার: আইএসপিআর Logo থাইল্যান্ড-কম্বোডিয়ার যুদ্ধবিরতিতে বাংলাদেশের স্বাগত Logo মুন্সীগঞ্জের মেঘনায় বালুমহল নিয়ন্ত্রণ নিয়ে নয়ন-পিয়াস গ্রুপের গুলিতে নিহত স্যুটার মান্নান, গুলিবিদ্ধ-১ Logo চাঁদাবাজির সময় কালা মানিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ Logo দুই কিশোরকে মারধরের পরে বয়স ১৮ বছর দেখিয়ে মামলা Logo প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ Logo হঠাৎ সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

বিএনপি অংশ না নিলেও নির্বাচন অংশগ্রহণমূলক হবে: ইসলামী ঐক্যজোট

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০০ আসনে প্রার্থী দিয়ে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে সম্মিলিত ইসলামী ঐক্যজোট। এসময় তারা বলেন, বিএনপি অংশ না নিলেও নির্বাচন অংশগ্রহণমূলক হবে।

সোমবার (২৭ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জোটের নেতারা।

সংবাদ সম্মেলনে জোট নেতারা নির্বাচনী তফসিল আরও কমপক্ষে ১০ দিন পেছানোর অনুরোধ জানান। নির্বাচন তফসিল পেছানো হলে ৩০০ আসনেই নির্বাচন করবেন বলেও ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জোটের মহাসচিব ও ইসলামিক মুভমেন্ট বাংলাদেশের চেয়ারম্যান অ্যাডভোকেট খায়রুল আহসান বলেন, বিএনপি-জামায়াত নির্বাচনে না এলেও নির্বাচন সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ হবে। এ সময় তিনি দেশের স্বার্থে বিএনপিসহ সব নিবন্ধিত রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান।

জোট নেতারা জানান, বর্তমানে ২০০ আসনে প্রার্থী দেয়ার সক্ষমতা রয়েছে সম্মিলিত ইসলামী ঐক্যজোটের। তফসিলের সময় বাড়ানো হলে ৩০০ আসনেই প্রার্থী দিতে পারবেন তারা।

বাংলাদেশ ইসলামিক লিবারেল পার্টির চেয়ারম্যান মাওলানা আতাউর রহমান আতিকীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নেজামে ইসলাম বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা হারিছুল হক, বাংলাদেশ জনসেবা আন্দোলনের চেয়ারম্যান মাওলানা ইয়ামিন হোসাইন আজমী, বাংলাদেশ মুসলিম জনতা পার্টির চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, বাংলাদেশ ইসলামিক ডেমোক্রেটিক ফোরামের চেয়ারম্যান অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতৃত্বে জোটের মধ্যে থাকা অন্য দলগুলো হলো- ইসলামিক মুভমেন্ট বাংলাদেশ, নেজামে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ জনসেবা আন্দোলন, বাংলাদেশ ইসলামিক লিবারেল পার্টি, বাংলাদেশ মুসলিম জনতা পার্টি, বাংলাদেশ ইসলামিক ডেমোক্রেটিক ফোরাম, বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টি।

জনপ্রিয় সংবাদ

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জাতীয় সেমিনার করবে জামায়াতে ইসলামী

বিএনপি অংশ না নিলেও নির্বাচন অংশগ্রহণমূলক হবে: ইসলামী ঐক্যজোট

আপডেট সময় ০৫:৩৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০০ আসনে প্রার্থী দিয়ে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে সম্মিলিত ইসলামী ঐক্যজোট। এসময় তারা বলেন, বিএনপি অংশ না নিলেও নির্বাচন অংশগ্রহণমূলক হবে।

সোমবার (২৭ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জোটের নেতারা।

সংবাদ সম্মেলনে জোট নেতারা নির্বাচনী তফসিল আরও কমপক্ষে ১০ দিন পেছানোর অনুরোধ জানান। নির্বাচন তফসিল পেছানো হলে ৩০০ আসনেই নির্বাচন করবেন বলেও ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জোটের মহাসচিব ও ইসলামিক মুভমেন্ট বাংলাদেশের চেয়ারম্যান অ্যাডভোকেট খায়রুল আহসান বলেন, বিএনপি-জামায়াত নির্বাচনে না এলেও নির্বাচন সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ হবে। এ সময় তিনি দেশের স্বার্থে বিএনপিসহ সব নিবন্ধিত রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান।

জোট নেতারা জানান, বর্তমানে ২০০ আসনে প্রার্থী দেয়ার সক্ষমতা রয়েছে সম্মিলিত ইসলামী ঐক্যজোটের। তফসিলের সময় বাড়ানো হলে ৩০০ আসনেই প্রার্থী দিতে পারবেন তারা।

বাংলাদেশ ইসলামিক লিবারেল পার্টির চেয়ারম্যান মাওলানা আতাউর রহমান আতিকীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নেজামে ইসলাম বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা হারিছুল হক, বাংলাদেশ জনসেবা আন্দোলনের চেয়ারম্যান মাওলানা ইয়ামিন হোসাইন আজমী, বাংলাদেশ মুসলিম জনতা পার্টির চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, বাংলাদেশ ইসলামিক ডেমোক্রেটিক ফোরামের চেয়ারম্যান অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতৃত্বে জোটের মধ্যে থাকা অন্য দলগুলো হলো- ইসলামিক মুভমেন্ট বাংলাদেশ, নেজামে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ জনসেবা আন্দোলন, বাংলাদেশ ইসলামিক লিবারেল পার্টি, বাংলাদেশ মুসলিম জনতা পার্টি, বাংলাদেশ ইসলামিক ডেমোক্রেটিক ফোরাম, বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টি।