রাজধানীর আগারগাঁওয়ের তালতলা এলাকায় নির্মাণাধীন একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় চারজন নির্মাণশ্রমিক দগ্ধ হয়েছেন।
সোমবার (২৭ নভেম্বর) সকাল ৯টার দিকে একটি ড্রাম খোলার সময় এই বিস্ফোরণ হয়।
ঘটনাস্থলে থাকা শ্রমিকেরা বলছে, ড্রামটি আগে রাসায়নিক রাখার কাজে ব্যবহার করা হতো। দগ্ধ শ্রমিকেরা হলেন, রবিন (১৯), রফিকুল ইসলাম (২৪), সরলাল দাস (৪৫) ও মোজাফফর (২৬)। তাঁদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, দগ্ধদের মধ্যে রবিনের শরীরের ২২ শতাংশ এবং রফিকুল ইসলামের ৪৩ শতাংশ পুড়ে গেছে। বাকি দুজন সরলাল দাস ও মোজাফফর সামান্য দগ্ধ হয়েছেন।
বিস্ফোরণের পর শ্রমিকদের সর্দার শফিকুল ইসলাম দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তিনি বলেন, নির্মাণাধীন ভবনে পানির রাখার জন্য রাসায়নিকের একটি খালি ড্রাম কিনে আনা হয়েছিল। সকালে শ্রমিকেরা ওই ড্রামের মুখটি কাটার সময় বিস্ফোরণ হয়। এতে চারজন দগ্ধ হন।