সাভারে খ্রিস্টান সম্প্রদায়ের মাদক কারবারি ও বখাটে তিন যুবক কর্তৃক সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক শিক্ষার্থী। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার দাবিতে আজ শনিবার (১৮ অক্টোবর) বিকাল ৪:৩০ ঘটিকায় বিইউপির শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। তারা বিক্ষোভ মিছিলটি আজ বিকেলে মিরপুর–১২ নম্বর থেকে মিরপুর–১০ নম্বরে গিয়ে সমাপ্ত করে।
গত বুধবার রাজধানীর অদূরে সাভারের বিরুলিয়াতে ওই শিক্ষার্থী টিউশন থেকে ফেরার পরে কতিপয় যুবক তাকে জোরপূর্বক উঠায়ে নিয়ে গিয়ে গোয়ালপাড়া এলাকার একটা জঙ্গলে তাকে ধর্ষণ করে। অভিযুক্তরা হলেন – সন্তোষ রোজারিওর ছেলে সোহেল রোজারিও (৩৭), বানার্ড রোজারিও মেঘার ছেলে বিপ্লব রোজারিও ওরফে তিলক রোজারিও (৪০), মৃত দেবেন্দ্র বিশ্বাসের ছেলে মিঠু বিশ্বাস(৩৫)। পরিবার সূত্রে জানা যায়, আসামিরা পলাতক থাকলেও তারা বিভিন্ন ভাবে হুমকি ধমকি পাচ্ছেন এবং ভুক্তভোগী পরিবার সাভার মডেল থানায় মামলা দায়ের করেন। বিইউপির শিক্ষার্থীরা বলছেন, এ ঘটনার ৭২ ঘন্টা অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো অপরাধী গ্রেপ্তার হয়নি। অপরাধীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন তাঁরা।
বিইউপির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ শফিকুস সাবেরিন বলেন- ‘আমাদের বোন তিন দিন আগে ধর্ষণের শিকার হয়েছেন। এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ ও প্রশাসন। আমাদের দাবি, ধর্ষকের কোনো ধর্ম নেই, কোনো জাত নেই। রেপিস্ট ইজ রেপিস্ট। তারা যেই হোক তাদেরকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে।’
সড়ক ছেড়ে দেওয়ার আগে শিক্ষার্থীরা জানান, ২৪ ঘন্টার মধ্যে ধর্ষকদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার আলটিমেটাম জানায়। আগামীকাল রোববার সকাল ১১ টায় মিরপুর–১২ তে পুনরায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়ে তারা আজকে তাদের কর্মসূচি সমাপ্ত করে।