পরকীয়ায় বাধা দেওয়ায় মুন্সীগঞ্জ জেলা আদালত প্রাঙ্গণে ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন জামায়াত নেতা মনির হোসেন বেপারীর পুত্র আল-ফাহাদ (২৪)।
রবিবার (১৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে আদালত চত্বরের সামনে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আল-ফাহাদকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আল-ফাহাদের বোন ফাতেমা (২৬)-এর স্বামী আল ফয়সাল রাহাত (৩৩) দীর্ঘদিন ধরে তার স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। এ ঘটনায় ফাতেমার পরিবার আদালতে একটি মামলা (সিআর মামলা নং ৮২২/২৫) দায়ের করে।
মামলার হাজিরা দিতে রবিবার আদালতে গেলে পূর্বপরিকল্পিতভাবে ফয়সাল রাহাতসহ ২০-২২ জন সন্ত্রাসী আল-ফাহাদের উপর হামলা চালায়।
অভিযোগে উল্লেখ করা হয়, ফয়সাল রাহাত হাতে থাকা লোহার হাতুড়ি দিয়ে আল-ফাহাদের কপাল, নাক ও মুখে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। পরবর্তীতে অন্যরা কাঠের ডাসা, বাঁশের লাঠি ও রামদার বাট দিয়ে বেধড়ক মারধর করে তার শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম সৃষ্টি করে।
চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ধারালো অস্ত্র প্রদর্শন করে প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।
ঘটনার পর আহতের পিতা মনির হোসেন বেপারী মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি বলেন,“আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যেই তারা হামলা চালিয়েছে। আমরা আইনের আশ্রয় নিয়েছি।”
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ইনস্পেক্টর সজিদ দে বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”