বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য এম নাসের রহমান নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন বাজারে নির্বাচনী প্রচারণায় লিফলেট বিতরণে অংশ নেন।
এসময় তিনি ৯ নং আমতৈল ইউনিয়নের দীঘিরপাড় বাজার, দামিয়া বাজার এবং কনকপুর ইউনিয়নের বাংলা বাজার ও বুদ্ধিমন্তপুর বাজারে সাধারণ ভোটার, ব্যবসায়ী ও যুবকদের সঙ্গে সরাসরি জনসংযোগ করেন।
লিফলেট বিতরণে অংশ নেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, বকসি মিসবাউর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক বদরুল আলম, সদর উপজেলা বিএনপির বর্তমান সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মো. মারুফ আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সফিউর রহমান সফি, সাংগঠনিক সম্পাদক কাজল মাহমুদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবিদুর রহমান সোহান, মৌলভীবাজার সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক জনি আহমদ সহ স্থানীয় বিএনপি ও অংগসংগঠনের নেতৃবৃন্দ।