চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে বিজয়ের তিন দিন পর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) ও মুক্তিযুদ্ধে শহীদ আব্দুর রবের কবর জিয়ারত করেছেন ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট থেকে নির্বাচিতরা।
আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের সিআরবি সংলগ্ন এনায়েত বাজার গোয়ালপাড়া এলাকায় শহীদের বাড়ির পাশে অবস্থিত তার কবরের পাশে যান তারা।
শহীদ আব্দুর রব ১৯৭০ সালে প্রথম চাকসু নির্বাচনে ছাত্রলীগ থেকে জিএস নির্বাচিত হন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র ছিলেন। ১৯৭১ সালে পাক বাহিনীর আক্রমণের পর মুক্তিযুদ্ধে যোগ দেন। পরে ১৩ এপ্রিল টীমসহ একটি জিপ নিয়ে চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজের (বর্তমান চুয়েট) সামনে গেলে পাকিস্তানি বাহিনীর অতর্কিত গুলিবর্ষণে তিনি শাহাদাতবরণ করেন। একই সাথে শহীদ হন ছাত্রনেতা সাইফুদ্দিন খালেদ।
কবর জিয়ারতকালে নবনির্বাচিত চাকসু ভিপি ইব্রাহীম রনি, জিএস সাঈদ বিন হাবিব, এজিএস পদে নির্বাচন করা শিবির নেতা সাজ্জাত হোছন মুন্না, শাখা শিবিরের সভাপতি মোহাম্মদ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
করব জিয়ারতে এসে চাকসুর নব নির্বাচিত ভিপি ইব্রাহীম হোসেন রনি বলেন, ‘চাকসুতে যারা প্রতিনিধি ছিলেন, আমি মনে করি শহীদ আবদুর রব ভাইয়ের অবদান সবচেয়ে বেশি। একদিকে যেমন তিনি নির্বাচিত জিএস ছিলেন, অপরদিকে দেশের জন্য জীবন দিতে কখনও কুণ্ঠাবোধ করেননি। সবকিছুর ঊর্ধ্বে উঠে তিনি জাতির জন্য লড়াই করেছেন।’
‘আমরা কখনও শহীদ আবদুর রব ভাই হতে পারব না, সেটা সম্ভবও না। আমরা চাই, তার যে চিন্তা- সে চিন্তা থেকে তিনি দেশের জন্য জীবন দিয়েছেন। আমরা যেন দেশের জন্য কাজ করতে পারি।’
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর অনুষ্ঠিত চাকসুর সপ্তম নির্বাচনে ২৬টি পদের মধ্যে এজিএস ও সহ-ক্রীড়া সম্পাদক ছাড়া বাকি ২৪টি পদে জয়ী হয় ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা।