গণতান্ত্রিক ছাত্রসংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আবদুল কাদের বলেছেন, যিনি (বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ) অভ্যুত্থানের আগে ছিলেন ভারতে; অভ্যুত্থানের পরে এসে এস আলমের গাড়ি নিয়ে ঘুরে বেড়িয়েছেন; তিনি অভ্যুত্থানের কী বুঝবেন, শহীদ মীর মুগ্ধের বাবাকে কীভাবে চিনবেন, হাত হারানো আতিকুল গাজীকে চিনবেন কীভাবে? তিনি তো চিনেন কেবল এস আলমের গাড়ি!
শনিবার নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পাঁচ তারিখের পরে এসে বয়স্ক রাজনীতিবিদরা হুট করে হনু হয়ে গেছেন, লাগামহীন কথাবার্তা বলে যাচ্ছেন, এক প্রকার গায়ের জোর দেখিয়ে মর্জিমতো সব বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন, চাপিয়ে দিচ্ছেন। আপনাদের এবার সাবধান হতে হবে। নতুন করে আবারও আপনাদের বলপ্রয়োগের নিচে থাকার জন্য মানুষ জীবন দিয়ে অভ্যুত্থান ঘটায় নাই।
সালাউদ্দীন সাহেব এখনি জুলাই যোদ্ধাদেরকে ট্যাগিং এর মাধ্যমে দমন-পীড়ন করতেছেন, আগামী দিনে গদিতে বসেও একই কায়দায় দমন করার বার্তা দিচ্ছেন এবং জুলাই সনদসহ সব প্রক্রিয়া সেইভাবেই সাজিয়ে নিচ্ছেন। তবে জুলাইয়ের ছাত্র-জনতা আপনাদের এই হীন স্বপ্ন সফল হতে দেবে না।