লক্ষ্মীপুরের রায়পুরের জমজ বোন আরিফা সুলতানা ও আবিদা সুলতানা এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে সবাইকে চমকে দিয়েছেন। শুধু একাডেমিক ফলাফলেই নয়, তারা দুজনই পবিত্র কোরআনের হাফেজা — যা একসঙ্গে ধর্ম ও শিক্ষায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
খুলনার বাসিন্দা হাফেজ আবু দাউদের দুই কন্যা আরিফা ও আবিদা বর্তমানে রায়পুর পৌরসভার একটি ভাড়া বাসায় মা সালমা আক্তারের সঙ্গে থাকেন। তাদের বাবা সৌদি আরবে কর্মরত রয়েছেন।
চাঁদপুরের গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজের মানবিক বিভাগ থেকে তারা এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেন। পড়ালেখার পাশাপাশি মাত্র দেড় বছরের মধ্যেই ১৮ বছর বয়সে সম্পূর্ণ কোরআন মুখস্থ করেন এই দুই বোন। কোরআন শিক্ষা দিয়েছেন তাদের চাচা হাফেজ মশিউর।
কলেজের প্রভাষক আব্দুল বাতেন বলেন,আরিফা ও আবিদা অত্যন্ত মেধাবী ও মনোযোগী ছাত্রী। তারা নিয়মিত ক্লাসে উপস্থিত থাকত এবং নতুন বিষয় দ্রুত আয়ত্ত করতে পারত।
দুই বোনের এই দ্বিগুণ সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে বইছে আনন্দের জোয়ার। সবাই তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন।