মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধার অনুসারীদের বিরুদ্ধে উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মাসুম শিকদারকে মারধরের অভিযোগ উঠেছে।
উপজেলার বলড়া ইউনিয়নের বহলাতলী বাজারে মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে হরিরামপুর থানার ওসি মো. মুজিবুর রহমান জানিয়েছেন। আহত মাসুম শিকদার হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বর্ণনায় মাসুম শিকদার বলেন, “বহলাতলী বাজারে গেলে শাহিন মৃধার অনুসারী বাকের ও আলভীসহ ১৫-২০ জন আমার ওপর হামলা চালায়। তারা আমাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটায়।
তাদের কাছে দেশি অস্ত্র ছিল বলে এ বিএনপি নেতার ভাষ্য। হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার পলাশ চন্দ্র সূত্রধর বলেন, “মাসুম শিকদারের পিঠে ও মুখে আঘাত লেগেছে। মুখ ফুলে গেছে।”
এ ঘটনায় অভিযোগের মুখে থাকা বাকের হরিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য। এ বিষয়ে জানতে তার মোবাইলে একধিকবার ফোন করেও সাড়া মেলেনি।
তবে অভিযোগ অস্বীকার করে শাহিন মৃধা বলছেন, “মাসুমের সঙ্গে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শান্ত মিয়ার ৫০ জনের মতো লোক বহলাতলী বাজারে আসে। আমাদের লোকজন হামলা করেনি শুধুমাত্র আত্মরক্ষা করেছে।
ওরা বরং হোন্ডার বহর নিয়ে এসে আমাদের লোকজনের ওপর দেশিয় অস্ত্র নিয়ে হামলা করে। আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”
তবে মাসুম শিকদার দাবি করেন, তাকে ‘একা পেয়ে’ শাহিন মৃধার লোকজন মারধর করেছে। ওসি মুজিবুর রহমান বলছেন, এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাননি তারা। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।