জমকালো আয়োজন ও বরেণ্য শিক্ষাবিদদের প্রেরণামূলক নসীহার মধ্য দিয়ে আজ ১৬ (অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসা, উত্তরা-র আলিম প্রথম বর্ষের ছাত্রদের নবীন বরণ ও সবক প্রদান অনুষ্ঠান।
মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ ড. মুহাম্মদ হেদায়াত উল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বাংলাদেশের আলিয়া মাদ্রাসা শিক্ষার সূচনা, ঐতিহ্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, যোগ্যতা ও নৈতিকতার ভিত্তিতে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, জাতীয় পর্যায়ের গুণী শিক্ষক এবং তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মামুন। তিনি গবেষণাধর্মী শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন,শিক্ষা শুধু তথ্য অর্জন নয়, বরং জ্ঞানকে প্রয়োগের মাধ্যমে মানবকল্যাণে ব্যবহার করাই প্রকৃত শিক্ষা।
আরও বক্তব্য রাখেন, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ, যিনি নৈতিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের চরিত্র গঠনে বিশেষ তাগিদ প্রদান করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান, বরেণ্য শিক্ষাবিদ ও গবেষক হবীবুল্লাহ মুহাম্মদ ইকবাল। সভাপতির বক্তব্যে তিনি বলেন, আলিয়া মাদ্রাসা এমন একটি বিকল্প ও সমন্বিত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলবে, যেখানে শিক্ষার্থীরা জ্ঞান ও দক্ষতা অর্জনের পর আর অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার প্রয়োজন অনুভব করবে না।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসার প্রিন্সিপাল এইচ. এম. আবদুল্লাহ আল মামুন এবং সঞ্চালনায় ছিলেন ভাইস প্রিন্সিপাল এরশাদুল্লাহ আল আযহারী। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শহীদুল্লাহ বারাকাতী, ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল আল মিনহাজ,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তরের সভাপতি রেজাউল করিম শাকিল এবং ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে তানযীমুল উম্মাহ শিল্পগোষ্ঠীর পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়, যা উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের মুগ্ধ করে।