বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, ‘বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করেছিলেন। তিনি আলেম-ওলামাদের পরামর্শে রাষ্ট্র পরিচালনার জন্য মহান আল্লার ওপর আস্থা ও বিশ্বাস সংযোজন করেছিলেন। সেগুলো কিছু বহাল আছে, কিছু নেই। এবার আমরা সব কিছু সংশোধন করব, ইনশাআল্লাহ।’
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে পটিয়া আল জামিয়া আল ইসলামীয়া (পটিয়া মাদরাসা) পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
সালাউদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশে আলেম ও ইসলামবিদ্বেষী সরকার ছিল আওয়ামী লীগ। সেই ফ্যাসিবাদী গোষ্ঠীর উৎখাত হবে, নিপাত যাবে আমরা সবাই জানতাম।
কিন্তু কখন, কিভাবে হবে সেটা স্বয়ং আল্লাহ পাক জানতেন। আমরা আগেই অনুমান করেছিলাম ইসলামবিদ্বেষী ও আলেমবিদ্বেষী এই আওয়ামী লীগ কখনো বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না, ক্ষমতাও ধরে রাখতে পারবে না। সে সময় আমাদের বহু আলেম-ওলামা, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী শহীদ হয়েছেন, বিশেষ করে শাপলা চত্বরে অসংখ্য আলেম-ওলামা শাহাদাত বরণ করেছেন।’
রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করার আহ্বান জানিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মকে যেন আর গণতন্ত্রের জন্য জীবন দিতে না হয়, রাজপথে যেন শাপলা চত্বরের মতো হত্যাকাণ্ড আর না ঘটে—এ জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
রাজনৈতিক কারণে যেন কেউ আমাদের সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সচেতন থাকতে হবে।
সালাউদ্দিন আহমদ বলেন, ‘কেউ কেউ বলে অমুক দল পরাজিত হলে ইসলাম পরাজিত হবে। কোনো রাজনৈতিক দলের পেছনে যদি ইসলাম শব্দ লেখা থাকে, তাহলে কি তারা ইসলামের মালিক হয়ে যায়? আমরা যেন কোনো রাজনৈতিক কারণে ইসলামকে ব্যবহার না করি। রাজনৈতিক দলের উদ্দেশ্য হাসিলের জন্য ইসলামকে ব্যবহার না করি।’