আজ ১৬ অক্টোবর ২০২৫ বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের আলিম পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে আবারও দেশসেরা প্রতিষ্ঠান হিসেবে স্থান করে নিয়েছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গী।
বোর্ডের প্রকাশিত ফলাফল অনুযায়ী, প্রতিষ্ঠানটির মোট ১,২৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১,২৭২ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১,২৬০ জন উত্তীর্ণ হয়েছে, যা ৯৯.০৬ শতাংশ সাফল্যের হার নির্দেশ করে।
এর মধ্যে ৬৬১ জন শিক্ষার্থী GPA-5 অর্জন করেছে—যা একটি অনন্য রেকর্ড। বিজ্ঞান বিভাগে ৫১৭ জন পাস, অকৃতকার্য মাত্র ৩ জন, আর GPA-5 পেয়েছে ৩৯০ জন শিক্ষার্থী। অন্যদিকে সাধারণ বিভাগে ৭৪৩ জন উত্তীর্ণ, অকৃতকার্য ১৪ জন, এবং GPA-5 অর্জন করেছে ২৭১ জন শিক্ষার্থী।
ফলাফলের এই ধারাবাহিক উৎকর্ষতা আবারও প্রমাণ করেছে যে তামীরুল মিল্লাত কামিল মাদরাসা শুধু গাজীপুর নয়, বরং সমগ্র দেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা এ অসাধারণ অর্জনে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের অঙ্গীকার ব্যক্ত করেছেন।