ঢাকা ০১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে শিক্ষার্থীকে হয়রানির অভিযোগে উঠেছে ছাত্রদল নেতার বিরুদ্ধে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:২১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • 99

শিক্ষার্থীকে শারীরিকভাবে হেনস্তা করার গুরুতর অভিযোগ ওঠায় লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের পক্ষ থেকে রামগতি উপজেলার এক ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করা হয়েছে।

এর আগে সোমবার (১.১৩.২০২৫) তারিখে রামগতি আ স ম আবদুর রব সরকারি কলেজ ক্যাম্পাসে একজন শিক্ষার্থীকে শারীরিকভাবে হেনস্তা করার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা যায়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লক্ষ্মীপুর জেলা শাখা কর্তৃক ইস্যু করা এই নোটিশে অভিযুক্ত ছাত্রদল নেতা, মো: আব্বাস উদ্দিন (আহ্বায়ক, রামগতি আ স ম আবদুর রব সরকারি কলেজ ছাত্রদল), কে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জেলা সভাপতির কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

ছাত্রদল লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন এই নির্দেশ দেন।

আকবর মুরাদ, দপ্তর সম্পাদক, জেলা ছাত্রদল, লক্ষ্মীপুরের স্বাক্ষরিত বার্তায় জানানো হয়, অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত নেতার বিরুদ্ধে কেন সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানাতে বলা হয়েছে।

শিক্ষাঙ্গনে এমন গুরুতর অভিযোগ ওঠায় স্থানীয় রাজনৈতিক মহলে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। জেলার শীর্ষ ছাত্রদল নেতৃত্ব দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার মাধ্যমে শৃঙ্খলা বজায় রাখার বার্তা দিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

একটি সত্যিকারের স্বপ্নের ক্যাম্পাস গড়তে চাই: চাকসু ভিপি ইব্রাহীম

লক্ষ্মীপুরে শিক্ষার্থীকে হয়রানির অভিযোগে উঠেছে ছাত্রদল নেতার বিরুদ্ধে

আপডেট সময় ০৯:২১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

শিক্ষার্থীকে শারীরিকভাবে হেনস্তা করার গুরুতর অভিযোগ ওঠায় লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের পক্ষ থেকে রামগতি উপজেলার এক ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করা হয়েছে।

এর আগে সোমবার (১.১৩.২০২৫) তারিখে রামগতি আ স ম আবদুর রব সরকারি কলেজ ক্যাম্পাসে একজন শিক্ষার্থীকে শারীরিকভাবে হেনস্তা করার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা যায়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লক্ষ্মীপুর জেলা শাখা কর্তৃক ইস্যু করা এই নোটিশে অভিযুক্ত ছাত্রদল নেতা, মো: আব্বাস উদ্দিন (আহ্বায়ক, রামগতি আ স ম আবদুর রব সরকারি কলেজ ছাত্রদল), কে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জেলা সভাপতির কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

ছাত্রদল লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন এই নির্দেশ দেন।

আকবর মুরাদ, দপ্তর সম্পাদক, জেলা ছাত্রদল, লক্ষ্মীপুরের স্বাক্ষরিত বার্তায় জানানো হয়, অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত নেতার বিরুদ্ধে কেন সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানাতে বলা হয়েছে।

শিক্ষাঙ্গনে এমন গুরুতর অভিযোগ ওঠায় স্থানীয় রাজনৈতিক মহলে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। জেলার শীর্ষ ছাত্রদল নেতৃত্ব দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার মাধ্যমে শৃঙ্খলা বজায় রাখার বার্তা দিয়েছে।