রাজধানী ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকের উপর পুলিশী হামলার প্রতিবাদে এবং শিক্ষক কর্মচারীদের ২০ শতাংশ বাড়ী ভাড়া ও ১৫শত টাকা চিকিৎসা ভাতার ন্যায্য দাবিতে কুমারখালীতে বিশাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৫ অক্টোবর) কুষ্টিয়ার কুমারখালী শহরের জে এন মাধ্যমিক বিদ্যালয় থেকে বেলা ১১টায় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌরসভার সামনে দিয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বাসষ্ট্যান্ডে যেয়ে শেষ হয়। এরপর শিক্ষক-কর্মচারীরা কুমারখালী প্রেসক্লাবের সামনে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে মানববন্ধন করেন।
কুমারখালী উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষক ও কর্মচারীরা এই বিক্ষোভ মিছিল ও মানবন্ধনে অংশ নেন। এসময় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী জোটের উপজেলা আহবায়ক বশির আহমেদের সভাপতিত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন মোঃ মকসেদ আলী, মিজানুর রহমান মিজান, মাওলানা জুলফিকার আলী, দিলিপ কুমার, আজিজুল হক, রাজিয়া সুলতানা, রবিউল আলম বাবু , এনসিপি নেতা কে এম আর শাহিন প্রমূখ।