পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জ জেলা জামায়াতের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনটি পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে সুপারমার্কেট পর্যন্ত বিস্তৃত ঘটে।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমির আ জ ম রুহুল কুদ্দুছ বলেন, “নতুন বাংলাদেশ গড়তে পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কোনো ধরনের জালিয়াতি বা অনিয়মের সুযোগ থাকবে না। আগামী জাতীয় নির্বাচনে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে পিআর পদ্ধতিসহ পাঁচ দফা দাবি বাস্তবায়ন এখন সময়ের দাবি।”
তিনি আরও বলেন, “দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে এই দাবিগুলো মেনে নিতে হবে।”
মানববন্ধনে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ফখরুদ্দিন রাজী, জেলা নায়েবে আমির নুরুল হক পাটোয়ারী, মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি প্রার্থী অধ্যাপক আবু ইউসুফসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।