পাকিস্তান ও আফগানিস্তান বুধবার ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে ইসলামাবাদে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। সম্প্রতি সীমান্তে নতুন করে সংঘর্ষে বহু সেনা ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘আফগান তালেবান সরকারের অনুরোধে পাকিস্তান সরকার এবং তালেবান প্রশাসন আজ স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে আগামী ৪৮ ঘণ্টার জন্য অস্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।’
তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক্সে বলেছেন, কাবুলের তালেবান কর্তৃপক্ষ সেনাবাহিনীকে যুদ্ধবিরতি মেনে চলার নির্দেশ দিয়েছে।
এর আগে পাকিস্তানের একটি নিরাপত্তা সূত্র জানায়, সীমান্ত সংঘর্ষের নতুন দফায় কয়েক ডজন সেনা ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর বুধবার পাকিস্তান কাবুলে ‘নির্ভুল হামলা’ চালিয়েছে।
এএফপি দেখেছে, কাবুলের মধ্য দিয়ে অ্যাম্বুলেন্স ছুটে যাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত ভবনের ভাঙা কাঁচ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তালেবান বাহিনী শহরের কিছু রাস্তাও ঘিরে রেখেছে।এর মাত্র এক ঘন্টা পরে ইসলামাবাদ যুদ্ধবিরতি ঘোষণা করে।