আড়াইশ’ ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন সার্বক্ষণিক মনিটর করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে ১৫টি ভোটকেন্দ্রের ভেতরে-বাইরের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এসব সিসি ক্যামেরা স্থাপন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হোসেন শহীদ সোহরাওয়ার্দী এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রক্টর জানান, প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করতে মোট ২৫০টি সিসি ক্যামেরা সচল রয়েছে। যেগুলোর মাধ্যমে কন্ট্রোলরুম থেকে সার্বিক পরিস্থিত মনিটর করা হচ্ছে।
চাকসু নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ১৫টি কেন্দ্রের জন্য রয়েছে ৬৭টি কক্ষ। প্রতিটি কক্ষে রয়েছে পাঁচটি ব্যালট বাক্স ও পাঁচজন করে এজেন্ট। একটি কেন্দ্রে সর্বোচ্চ ৫০০ ভোটার ভোট দিতে পারবেন।