‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেছেন, আজ আমরা এখানে (হাইকোর্টের সামনে) অবস্থান করব, আগামীকাল ১১ টার মধ্যে যদি আমাদের দাবি না মানেন আমরা শাহবাগ অবস্থান নিব। তারপরও যদি দাবি না মানে আমরা যমুনায় যাব। এরপরও যদি না মানে তাহলে আমরা আমরণ অনশনে যাব। গণমাধ্যম ও শিক্ষকদের অবস্থান কর্মসূচিকালে এমনটাই জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রোড টু সচিবালয়ে কর্মসূচিকালে শিক্ষকদের আটকে দেওয়ার পর এক প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন অধ্যক্ষ আজিজী।
তিনি বলেন, আমাদের আর পিছু হটার সুযোগ নেই। কারণ, আন্দোলন এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। সরকারকে আমাদের দাবি মানতেই হবে এবং এটি আর এখন বাস্তবায়ন না করার সুযোগ নেই। তিনি বলেন, যতক্ষণ দাবি না মানবেন, ততক্ষণ আমরা সচিবালয় ঘেরাও করে রাখব।
তিনি বলেন, আজকে আমরা এখানে অবস্থান করব, আগামীকাল ১১ টার মধ্যে যদি আমাদের দাবি না মানেন আমরা শাহবাগ অবস্থান নিব। তারপরও যদি দাবি না মানে আমরা যমুনা যাব। এরপরও যদি না মানে তাহলে আমরা আমরণ অনশনে যাব।
এর আগে অধ্যক্ষ আজিজী আরও বলেছিলেন, শিক্ষকদের আটকে দেওয়া হলেও আমাদের আলোচনা চলমান রয়েছে। আশা করছি, ৩০ মিনিট থেকে এক ঘণ্টার মধ্যে একটা আপডেট জানাব। এর মাধ্যমেই পরবর্তী সিদ্ধান্ত আসবে বলেও জানান তিনি।
এর আগে বক্তৃতাকালে এই শিক্ষক নেতা বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আহ্বান আসছে আমাদের দাবি মেনে নেওয়ার। এখন সরকারের আর কোনো কারণ নেই বিলম্ব করার। আলোচনা চাইলে করতে পারেন, কিন্তু চুপ থাকা বা সময়ক্ষেপণ আর চলবে না। তার ভাষ্য, ‘আমরা সরকারকে বলেছিলাম, আলোচনা করুন, সিদ্ধান্ত জানান। প্রজ্ঞাপন জারি হতে যদি একদিন দেরি হয়, তাতেও সমস্যা নেই। কিন্তু আমাদের অন্ধকারে রাখা যাবে না। পরিষ্কারভাবে জানাতে হবে, সরকার আমাদের বিষয়ে কী সিদ্ধান্ত নিয়েছে।’