ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাশকৃত ডিপ্লোমা গ্র্যাজুয়েটদের জন্য প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে “সমাবর্তন” সম্মাননা অনুষ্ঠান। ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে একটি চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে এবং উদ্যোগটি একাডেমিক কাউন্সিলের অনুমোদনও পেয়েছে। জানা গেছে, এ সমাবর্তন অনুষ্ঠানে ২০২১–২২ সেশনসহ পরবর্তী সেশনগুলোর গ্র্যাজুয়েটরা অংশগ্রহণের সুযোগ পাবেন।
বর্তমানে অধ্যক্ষ প্রকৌশলী শাহেলা পারভিন ম্যামের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জমা দেওয়া হয়েছে এবং প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছে।
শিক্ষার্থীদের ভাষ্যে, দেশের অন্যতম সুনামধন্য ও ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এতদিন কোনো সমাবর্তন অনুষ্ঠান না হওয়া ছিল এক ধরনের আক্ষেপের বিষয়। তারা মনে করেন, এই আয়োজন বাস্তবায়িত হলে তা শুধু একাডেমিক মর্যাদা বৃদ্ধি করবে না, বরং শিক্ষার্থীদের মধ্যে গর্ব, প্রেরণা ও ঐক্যের নতুন দিগন্ত উন্মোচন করবে।
উল্লেখযোগ্য যে, দেশের বেশ কিছু বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ইতোমধ্যেই তাদের গ্র্যাজুয়েটদের জন্য নিয়মিত সমাবর্তন আয়োজন শুরু করেছে। একইভাবে, সিঙ্গাপুরের নানইয়াং পলিটেকনিকসহ বিশ্বের বহু পলিটেকনিক ইনস্টিটিউটে এ ধরনের অনুষ্ঠান নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়, যা শিক্ষার্থীদের কর্মজীবনের সূচনাকে স্মরণীয় করে রাখে।
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে তারা সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে এবং আসন্ন এই “সমাবর্তন” অনুষ্ঠানটি হবে প্রতিষ্ঠানের ইতিহাসে এক নতুন মাইলফলক।