চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মোহাম্মদ মামুন উর রশিদ মামুনকে আজীবনের জন্য সংগঠন থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।
সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ ও দায়িত্বে অবহেলার অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মামুন উর রশিদ মামুনকে বহিষ্কার করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম নাহিদের অনুমোদনে এ বহিষ্কার কার্যকর করা হয়। পাশাপাশি সংগঠনের কোনো পর্যায়ের নেতাকর্মীর সঙ্গে তার সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশনাও প্রদান করা হয়েছে।