প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন বিশিষ্ট ইসলামী বক্তা ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিন্তাবিদ ডা. জাকির নায়েক। আয়োজক সংস্থা স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের প্রোপাইটার আলী রাজ রবিবার (১২ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ২৮ অথবা ২৯ নভেম্বর ঢাকায় ড. জাকির নায়েকের প্রথম প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে। তবে কেবল ঢাকাতেই নয়, রাজধানীর বাইরে আরও কয়েকটি স্থানে অনুষ্ঠান আয়োজনেরও পরিকল্পনা রয়েছে আমাদের।’
আলী রাজ জানায়,আগামী সোমবার (২০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ আয়োজনের বিস্তারিত সময়সূচি ও ভেন্যু ঘোষণা করা হবে।
উল্লেখ্য, ড. জাকির নায়েক ভারতের একজন প্রখ্যাত ইসলামি বক্তা, চিকিৎসক ও ইসলাম প্রচারক। তিনি ইসলামী তুলনামূলক ধর্মবিশ্লেষণ বিষয়ক বক্তৃতার জন্য বিশ্বজুড়ে পরিচিত। পেশায় ডাক্তার হলেও তিনি ১৯৯১ সালে প্রতিষ্ঠা করেন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (IRF) যার মাধ্যমে বিভিন্ন ভাষায় ইসলামী বার্তা প্রচার করেন। তার টেলিভিশন চ্যানেল Peace Tv বর্তমানে বিশ্বের ১৫০টিরও বেশি দেশে সম্প্রচারিত হয়। কুরআন, হাদিস, বিজ্ঞান ও আধুনিক জীবনের প্রেক্ষাপটে ইসলামকে যুক্তিনির্ভরভাবে ব্যাখ্যা করার দক্ষতার জন্য তিনি মুসলিম বিশ্বে ব্যাপকভাবে জনপ্রিয়।