চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ার একটি ১২তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে মোঃ শওকত (২২) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। আজ শনিবার (১১ অক্টোবর) আনুমানিক সকাল ১১.৩০টার দিকে নগরীর বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
একজন প্রত্যক্ষদর্শী জানান, কালামিয়া বাজারের পাশ দিয়ে কাজে যাওয়ার সময় ইপিক নুর ল্যান্ড মার্ক ভবনের ১২তলার উপর থেকে হঠাৎ করে ছেলেটিকে লাফিয়ে পড়তে দেখেন। মর্মান্তিকভাবে এতো উপর থেকে পড়ার সাথে সাথেই রাস্তাটি রক্তাক্ত হয়ে যায়। আশপাশের লোকজন দ্রুত গাড়িতে তুলে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে গেলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
একজন স্থানীয় বাসিন্দা জানান, ছেলেটি ঐ এলাকার মির্জার বাড়ির মোহাম্মদ কামালের সন্তান। ছেলেটি থাই এলুমিনিয়াম কাজ করে।
ভবনটির পাশের একজন ফার্মেসী দোকানদার জানান,
ছেলেটি হয়তো কোনো নারীঘটিত কারণে বা রাগ-অভিমানের কারণে আত্মহত্যার উদ্দেশ্যেই ভবনটির ছাঁদে উঠেছিল কারণ সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে ছেলেটি নিজে নিজেই ছাদে উঠেছিলো এবং এরপরই নিচে লাপিয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তারা ঘটনাটির আইনানুগ প্রক্রিয়া সম্পন্নের প্রস্তুতি নিচ্ছে।
এই ঘটনায় স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।