ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মিরাজ-রিশাদের ঘূর্ণিতে দুইশর আগেই অলআউট আফগানিস্তান

নতুন বলে দারুণ বোলিং করেছেন তানজিম হাসান সাকিব। মাঝের ওভারগুলোতে মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেনদের ঘূর্ণিতে দিশেহারা হয়ে যায় আফগানিস্তানের ব্যাটাররা। একপ্রান্ত আগলে রেখে ওপেনার ইব্রাহিম জাদরান দলকে টানলেও আরেক প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা। তাতে দুইশর আগেই অলআউট হয়ে গেছে হাসমতউল্লাহ শহীদির দল।

শনিবার (১১ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৪.৫ ওভারে ১৯০ রানে থেমে যায় আফগানিস্তানের ইনিংস। দলের পক্ষে ১৪০ বলে ৩ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৯৫ রান করেছেন ওপেনার ইব্রাহিম জাদরান। বাংলাদেশের হয়ে বল হাতে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন অধিনায়ক মিরাজ।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বেশ বাজেভাবে হেরেছিল বাংলাদেশ। তাতে আফগানদের কাছে টানা তিনটি ওয়ানডে সিরিজ হারের সামনে দাঁড়ায় টাইগাররা। তাই সিরিজ বাঁচানোর ম্যাচে একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামে লাল-সবুজের দল। আবুধাবির ধীরগতির উইকেট কাজে লাগাতে লেগ স্পিনার রিশাদ হোসেনকে আর বিশ্রাম শেষে একাদশে ফেরানো হয় মুস্তাফিজুর রহমানকে।

ট্যাগস :

মিরাজ-রিশাদের ঘূর্ণিতে দুইশর আগেই অলআউট আফগানিস্তান

আপডেট সময় ০৯:৪৬:২৩ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

নতুন বলে দারুণ বোলিং করেছেন তানজিম হাসান সাকিব। মাঝের ওভারগুলোতে মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেনদের ঘূর্ণিতে দিশেহারা হয়ে যায় আফগানিস্তানের ব্যাটাররা। একপ্রান্ত আগলে রেখে ওপেনার ইব্রাহিম জাদরান দলকে টানলেও আরেক প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা। তাতে দুইশর আগেই অলআউট হয়ে গেছে হাসমতউল্লাহ শহীদির দল।

শনিবার (১১ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৪.৫ ওভারে ১৯০ রানে থেমে যায় আফগানিস্তানের ইনিংস। দলের পক্ষে ১৪০ বলে ৩ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৯৫ রান করেছেন ওপেনার ইব্রাহিম জাদরান। বাংলাদেশের হয়ে বল হাতে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন অধিনায়ক মিরাজ।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বেশ বাজেভাবে হেরেছিল বাংলাদেশ। তাতে আফগানদের কাছে টানা তিনটি ওয়ানডে সিরিজ হারের সামনে দাঁড়ায় টাইগাররা। তাই সিরিজ বাঁচানোর ম্যাচে একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামে লাল-সবুজের দল। আবুধাবির ধীরগতির উইকেট কাজে লাগাতে লেগ স্পিনার রিশাদ হোসেনকে আর বিশ্রাম শেষে একাদশে ফেরানো হয় মুস্তাফিজুর রহমানকে।