ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

জামিনে কারামুক্ত হলেন আ.লীগ আমলের সাবেক প্রতিমন্ত্রী শামসুল আলম

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:১৪:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • 40

যুবদল নেতা শামীম হত্যা মামলায় জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম।
গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) জামিনে কারামুক্ত হন তিনি।

এর আগে গত ১৯ জুন বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীমকে হত্যার অভিযোগে করা মামলায় আওয়ামী লীগ মনোনীত সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার একটি আদালত।

এ সময় মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের উপ-পরিদর্শক ফেরদৌস আলম।

শুনানি শেষে ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকা হয়। মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতা-কর্মীদের হত্যা করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়।

হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়।
সেই মামলায় প্রায় সাড়ে তিন মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেলেন সাবেক প্রতিমন্ত্রী শামসুল আলম।

আহ্বায়ক কমিটি পেল ববি ইনকিলাব মঞ্চ: নেতৃত্বে আতিক ও ইফতেখার

জামিনে কারামুক্ত হলেন আ.লীগ আমলের সাবেক প্রতিমন্ত্রী শামসুল আলম

আপডেট সময় ০৭:১৪:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

যুবদল নেতা শামীম হত্যা মামলায় জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম।
গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) জামিনে কারামুক্ত হন তিনি।

এর আগে গত ১৯ জুন বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীমকে হত্যার অভিযোগে করা মামলায় আওয়ামী লীগ মনোনীত সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার একটি আদালত।

এ সময় মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের উপ-পরিদর্শক ফেরদৌস আলম।

শুনানি শেষে ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকা হয়। মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতা-কর্মীদের হত্যা করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়।

হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়।
সেই মামলায় প্রায় সাড়ে তিন মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেলেন সাবেক প্রতিমন্ত্রী শামসুল আলম।