ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সাভারে দুর্গাপূজা: সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী Logo নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান Logo নিখোঁজ দুই বোনের অজ্ঞাত স্থান থেকে ভিডিওবার্তা, দিলেন ‘ধর্মান্তরিতের’ বার্তা Logo ‘জুলাই আন্দোলন দমনে ৩ লাখ ৫ হাজার রাউন্ড গুলি ছোড়া হয়েছিল’ Logo তা’মীরুল মিল্লাত থেকে আগামী দিনে ওমরের উত্তরসূরী বের হবে: জাহিদুল ইসলাম Logo রাজধানীতে বাবার সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা Logo ঢাকা পলিটেকনিকে অনুষ্ঠিত হলো “স্কিল এন্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৫” Logo ক্যারিয়ার গাইডলাইন ও সিঙ্গেল ডিজিট সংবর্ধনা ২০২৫ অনুষ্ঠিত Logo ১০৪ সদস্য নিয়ে জাতিসংঘে পিকনিক করতে গেছেন প্রধান উপদেষ্টা: মেজর হাফিজ Logo একটি মহল খাগড়াছড়িতে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে-স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজধানীতে বাবার সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে রিফাত খান (২১) নামে এক যুবক খুন হয়েছেন। এই ঘটনার সময় তার বাবা সাগর খান উপস্থিত ছিলেন এবং আহত হয়েছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে মিরপুর-১২ নম্বর সেকশনের সি ব্লকের ৯ নম্বর রোডে ঘটনাটি ঘটেছে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

রিফাতের বাবা সাগর খান জানান, তাদের বাড়ি শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার উত্তর সালদর গ্রামে। বর্তমানে মিরপুর ১২ নস্বর সেকসনের ডি ব্লকের ২৫নম্বর রোডে থাকেন। রিফাত আগে গার্মেন্টেসে চাকরি করলেও বর্তমানে বেকার ছিল।

তিনি আরো জানান, দুপুরে রিফাত একটি কাজে শেওড়াপাড়া যাচ্ছিল।

পরে আমার কাছে ফোন আসে রিফাতকে মিরপুর ১২ পুরাতন থানার সামনে রাস্তায় ৫ থেকে ৭ জন যুবক আটকে রাখেছে। পরে সেখানে গিয়ে রিফাতকে আটকিয়ে রাখার কথা জিজ্ঞেস করলে তারা জানায়, টাকা পয়সার লেনদেন নিয়ে ঝামেলা আছে। পরে দুইটি মোটরসাইকেলে করে চার যুবক এসে রিফাতের বুকের মধ্যে ছুরিকাঘাত করে। রিফাতকে বাঁচাতে গেলে তার পিঠেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।

পরে রিফাতকে দ্রুত স্থানীয় ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে মারা যায় সে।

রিফাতের বাবা বলেন, যারা আমার ছেলেকে খুন করেছে, তাদের কাউকে আমি চিনি না। রিফাতের সাথে কি নিয়ে দ্বন্ধ তাও জানতে পারি নাই।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

ট্যাগস :

সাভারে দুর্গাপূজা: সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

রাজধানীতে বাবার সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

আপডেট সময় ০৭:৪৩:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে রিফাত খান (২১) নামে এক যুবক খুন হয়েছেন। এই ঘটনার সময় তার বাবা সাগর খান উপস্থিত ছিলেন এবং আহত হয়েছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে মিরপুর-১২ নম্বর সেকশনের সি ব্লকের ৯ নম্বর রোডে ঘটনাটি ঘটেছে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

রিফাতের বাবা সাগর খান জানান, তাদের বাড়ি শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার উত্তর সালদর গ্রামে। বর্তমানে মিরপুর ১২ নস্বর সেকসনের ডি ব্লকের ২৫নম্বর রোডে থাকেন। রিফাত আগে গার্মেন্টেসে চাকরি করলেও বর্তমানে বেকার ছিল।

তিনি আরো জানান, দুপুরে রিফাত একটি কাজে শেওড়াপাড়া যাচ্ছিল।

পরে আমার কাছে ফোন আসে রিফাতকে মিরপুর ১২ পুরাতন থানার সামনে রাস্তায় ৫ থেকে ৭ জন যুবক আটকে রাখেছে। পরে সেখানে গিয়ে রিফাতকে আটকিয়ে রাখার কথা জিজ্ঞেস করলে তারা জানায়, টাকা পয়সার লেনদেন নিয়ে ঝামেলা আছে। পরে দুইটি মোটরসাইকেলে করে চার যুবক এসে রিফাতের বুকের মধ্যে ছুরিকাঘাত করে। রিফাতকে বাঁচাতে গেলে তার পিঠেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।

পরে রিফাতকে দ্রুত স্থানীয় ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে মারা যায় সে।

রিফাতের বাবা বলেন, যারা আমার ছেলেকে খুন করেছে, তাদের কাউকে আমি চিনি না। রিফাতের সাথে কি নিয়ে দ্বন্ধ তাও জানতে পারি নাই।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।