একটি মহল খাগড়াছড়িতে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচটি থানার প্রশাসনিক কাম-ব্যারাক ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে এ মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব চলছে এ উৎসব সফলভাবে সম্পন্ন করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। কিন্তু একটি মহল চাচ্ছে এ উৎসব যেন ভালোভাবে এবং ধর্মীয় উৎসাহ উদ্দীপনার সঙ্গে সম্পন্ন করতে না পারে। তারাই খাগড়াছড়িতে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।
ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এ ধরনের ঘটনা হচ্ছে এমন অভিযোগ আমলে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সরকার সতর্ক আছে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায়। এ সময় ষড়যন্ত্র প্রতিহত করতে সবার সহযোগীতা চান স্বরাষ্ট্র উপদেষ্টা।